দেশজুড়ে নাশকতায়
কেইউজে’র নিন্দা
খবর বিজ্ঞপ্তিঃ দেশজুড়ে সৃষ্টি হওয়া পরিকল্পিত নৈরাজ্য বুদ্ধিমত্তা দিয়ে মোকাবিলা করে দেশকে রক্ষা করা এবং দেশের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)। কেইউজে সভাপতি আনোয়ারুল ইসলাম কাজল এবং সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর গতকাল এক বিবৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে বলেন, কোটা সংস্কার আন্দোলনের নামে শিক্ষার্থীদের বিপদগামী করার মাধ্যমে বিএনপি ও জামায়াত যে খেলা শুরু করেছিল তা সরকার বুদ্ধিমত্তার সঙ্গে মোকাবিলা করেছে। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, নৈরাজ্যকালে নাশকতার হাত থেকে সাংবাদিকরাও রেহাই পায়নি। তাদের হামলায় সাংবাদিক নিহত হয়েছে এবং আহত হয়েছেন অর্ধশতাধিক। নাশকতাকারীদের হাতে রাজধানীর মেট্রোরেল, বিটিভি, সেতু ভবন, দুর্যোগ ব্যবস্থাপনা ভবন, টোল প্লাজা, ডেটা সেন্টার ক্ষতিগ্রস্থ হয়েছে । হাজার হাজার কোটি টাকার সম্পদ ধ্বংস করেছে। সারাদেশকে অচল করার মাধ্যমে জনগণের মাঝে আতংক সৃষ্টি করে ফায়দা লোটার চেষ্টা করেছিল, তারা ১৯৭১ সালের মত মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করার ষড়যন্ত্রে মেতে উঠেছিল। নেতৃবৃন্দ তদন্তের মাধ্যমে দ্রুত নাশকতাকারীদের কঠোর শাস্তির দাবী করেন।