স্থানীয় সংবাদ

কেবল শিল্পঘাট এলাকায় বসতঘরে আগুন

ব্যপক ক্ষয়ক্ষতি লুটপাট : থানায় মামলা আটক ২

ফুলবাড়ীগেট প্রতিনিধিঃ নগরীর খানজাহান আলী থানাধীন শিরোমনি শিল্পাঞ্চলের বাংলাদেশ কেবল শিল্প লিঃ এর সামনে কেডিএ সড়কের পাশে মমতাজ বেগম এর বসতঘরে গত ১৩ জুলাই রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে পুর্ব শত্রুতার জের ধরে মমতাজ বেগম এর বসত ঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটে এতে মমতাজ বেগম হয়ে ৪ জনকে এজাহার নামীয় ও অজ্ঞাত ২ থেকে ৩ জনকে আসামি করে গত ১৬ জুলাই খানজাহান আলী থানায় মামলা দায়ের করেন যার নং ১৯ । মামলার এজাহার সুত্রে জানা যায় রাসেল এর নেতৃত্বে নুরুজ্জামান, লুৎফল রহমান, রাব্বি সহ অজ্ঞাত আরো ২ থেকে ৩ জন মমতাজ বেগমের বসতঘরে আগুন লাগিয়ে ঘরে থাকা ১ টি স্বর্নের হার একজোড়া স্বর্নের কানের দুল , ১ টি স্বর্নের আংটি নগদ ৩০ হাজার টাকা এবং ২ টি স্মাট মোবাইল ফোন সহ প্রায় ৩ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায় অগ্নিসংযোগকারিরা। উল্লেখ থাকে যে ১ নং বিবাদী মামলার বাদীর ননদের ছেলে ২ নং বিবাদী বাদীর মেয়ের পুর্বের স্বামী, ১ নং বিবাদীর সাথে মামলার বাদীর ৭ লক্ষ টাকার ব্যবসায়িক লেনদেনের ষ্টাম্প্য নিয়ে বিরোধ চলছিলো, উক্ত ষ্টাম পুড়িয়ে ফেলার জন্য আমার বসতঘওে পরিকল্পনা কওে আসামিরা আগুন লাগিয়ে লুটপাট করে বাদীর বসত ঘরের পিছনের টেলিফোন ট্রেনিং সেন্টারের বাউন্ডারি ওয়াল টপকিয়ে দ্রত পালিয়ে যায়। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা বলেন ঘটনার খবর পেয়ে উর্দ্ধতন অফিসারের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন করি এবং বাদীর বসত ঘওে আগুন দেখতে পায় । তিনি আরো জানান এ ঘটনায় ১ ও ৩ নং এজাহার নামীয় আসামিকে আটক করা হয়েছে বাকি আসামিদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এদিকে স্থানিয় বাসিন্দরা মধ্যে আগুনের লাগার ঘটনায় আতংক ছড়িয়ে পড়ে। এলাকাবাসি এ বিষয়ে প্রশাসনের উর্দ্ধতন কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button