স্থানীয় সংবাদ

সাতক্ষীরায় ১২ শিক্ষার্থীর প্রত্যেককে ২দিনের রিমান্ড মঞ্জুর

সাতক্ষীরা প্রতিনিধি : বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের সময় সাতক্ষীরা সদর থানায় হামলা ও অগ্নিসংযোগের অভিযোগে দায়ের করা মামলায় ১৬জন শিক্ষার্থীর মধ্যে ১২ জনের প্রত্যেককে ২দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার সাতক্ষীরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে আসামীদের হাজির করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সেলিম। আদালত সূত্র জানায়, মামলার তদন্তকারী কর্মকর্তা আসামীদের প্রত্যকের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে জ্যেষ্ঠ বিচারিক হাকিম জিয়াউর রহমান ২দিনের রিমান্ড মঞ্জুর করেন। ১৮ বছরের নিচে বয়স হওয়ায় ৪জন শিক্ষার্থীর রিমান্ড না মঞ্জুর করেন একই আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তা সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক সেলিম জানান, সাতক্ষীরা সদর থানায় দায়ের করা জিআর ৩৩৯/২৪ নং মামলায় আটককৃত ১৬ জনের বিরুদ্ধে ভাংচুর, অগ্নিসংযোগ, পুলিশের কাজে বাঁধাদানসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। আসামী পক্ষের আইনজীবী এড. আবদুল মজিদ আদালতে আটককৃত ছাত্রদের রিমান্ড শুনানি বাতিল করে জামিনের আবেদন করেন। এ সময় এড. শাহ আলম, এড. শহিদুল ইসলামসহ অর্ধশতাধীক আইনজীবী শুনানিতে অংশ নেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button