স্থানীয় সংবাদ

বিভিন্ন স্থানে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

প্রবাহ ডেস্ক
জাতীয় মৎস্য সপ্তাহ- ২০২৪ উদযাপন উপলক্ষে বিভিন্ন স্থানে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানোর বিস্তারিত সংবাদ।
ফুলতলা
ফুলতলা উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উদযাপন উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জন মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় লিখিত বক্তৃতা পাঠ করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সেলিম সুলতান। এ সময় উপস্থিত ছিলেন ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক গৌর হরি দাস, সহ-সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম মোল্যা ও তরিকুল ইসলাম টলা, সদস্য মঈন উদ্দিন ময়না প্রমুখ। উল্লেখ্য, মৎস্য সপ্তাহের দ্বিতীয় দিন বুধবার বর্ণাঢ্য র‌্যালি, মাছের পোনা অবমুক্তকরণ, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা। তৃতীয় দিন বৃহস্পতিবার সৎস্যজীবী ও মৎস্য চাষীদের সাথে মতবিনিময় সভা, চতুর্থ দিন শুক্রবার মৎস্যচাষীদের মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ প্রদান, পঞ্চম দিন শনিবার মৎস্য বিষয়ে রচনা ও কুইজ প্রতিযোগিতা, ষষ্ঠ দিন সুফলভোগীদের প্রশিক্ষণ প্রদান ও বিভিন্ন উপকরণ বিরতণ এবং ৭ম দিন মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
পাইকগাছা
পাইকগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে প্রামাণ্যচিত্র প্রদর্শন ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্যের উপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপর মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রমের উপর মতবিনিময় অনুষ্ঠিত হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় এ কর্মসূচীর আয়োজন করে। অনুষ্ঠানে মৎস্য অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম ও জাতীয় মৎস্য সপ্তাহের সপ্তাহব্যাপী কর্মসূচি তুলে ধরেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক। মৎস্য সম্পদের উন্নয়ন ও প্রযুক্তি উদ্ভাবনে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর সাফল্য তুলে ধরেন ইনস্টিটিউট এর লোনাপানি কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মাসুদুর রহমান। শস্য মৎস্য ও প্রাণী সম্পদ খাতে কৃষি ঋণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন কৃষি ব্যাংকের ব্যবস্থাপক হাদিসুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা এ কে এম শরিফুল আলম রুবেল, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসীম কুমার দাশ, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান ও পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সিদ্দিকুর রহমান তালুকদার। বক্তব্য রাখেন মেরিন ফিশারিজ কর্মকর্তা কাওছার আহমেদ আকন, এসডিএফ কর্মকর্তা নাসিম আনসারি, ক্ষেত্র সহকারী রণধীর সরকার, প্রেসক্লাবের সহ সভাপতি তৃপ্তি রঞ্জন সেন, মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ ও আলাউদ্দিন রাজা।
চিতলমারী
বাগেরহাটের চিতলমারীতে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সেই সাথে উপজেলায় মৎস্য সপ্তাহ ২০২৪ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় মৎস্য অফিসারের অফিস কক্ষে মৎস্য অধিদপ্তরের পক্ষ হতে মত বিনিময় সভার আয়োজন করা হয়। ৩০ জুলাই থেকে ০৫ আগস্ট পর্যন্ত মৎস্য সপ্তাহ চলবে। এই সময়ে চিতলমারী উপজেলার কোন নদী, খাল, বিল হতে কোন প্রকার মাছ শিকার করা যাবেনা। এটা মা মাছেদের ডিম পাড়ার সময়। চিতলমারীর সকল জলাশয় মাছে ভরে উঠুক, সেজন্য সকলের সহযোগিতা দরকার। মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে বক্তব্য রাখেন চিতলমারীর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ মৎস্য সপ্তাহ উদযাপনের পাশাপাশি তার বক্তব্যে আরো বলেন, ‘চিতলমারী ১৬ হাজার ঘের, ৩টি নদী, ৫০টি খাল ও ৩ হাজার ৯৫৮টি পুকুরে গত অর্থবছরে (২০২৩-২৪) মাছ উৎপাদন হয়েছে সাত হাজার ৮৮ মেট্রিকটন। আগামী অর্থবছরে মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে আট হাজার ৬৫ মেট্্িরকটন। এই লক্ষ্য সফল করতে ইতোমধ্যে সরকারিভাবে উন্মুক্ত জলাশয়ে ৬শ কেজি এবং প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৪৫০ কেজি মাছের পোনা ছাড়া হয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। যদি আবহাওয়া অনুকুলে থাকে তো আশা করি আগামীতে আমাদের লক্ষ্যমাত্রার চেয়ে অর্জন অনেক বেশি হবে। এসময় উপস্থিত ছিলেন মেরিন ফিশারিজ অফিসার মো. আশরাফুল ইসলামসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
মোংলা
“ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মোংলায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা সিনিয়র মৎস অফিসার অঞ্জন বিশ্বাস’র সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সিনিয়র মৎস অফিসার অঞ্জন বিশ্বাস বলেন, মাছ আমাদের জাতীয় সম্পদ। এই সম্পদ রক্ষা করা আমাদের প্রত্যেকের দায়িত্ব ও কর্তব্য। বর্তমান সরকার মৎস্য সেক্টর রক্ষায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। মৎস্য সম্পদ রক্ষায় মৎস্য সুরক্ষা আইন আমাদেরকে মেনে চলতে হবে। এ সময় সহকারী প্রোগ্রামার (উপজেলা আইসিটি অফিসার) সৌমিত্র বিশ্বাস, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সবুজ বৈরাগী, মেরিন ফিসারিজ অফিসার সালজার রহমান, মংস্য চাষী, জেলে, মৎস্য বিক্রেতা, মৎস্য খাদ্য বিক্রেতা, হ্যাচারি মালিক, মৎস্য আড়ৎদার সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মোংলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ৩০ জুলাই থেকে আগামী ৫ই আগষ্ট পর্যন্ত নানা কর্মসূচীর আয়োজন করেছে উপজেলা মৎস্য বিভাগ। এছাড়া বুধবার (৩১ জুলাই) জাতীয় মৎস সপ্তাহ উদ্বোধন উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণের আয়োজন করা হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাগেরহাট-৩ আসনের সাংসদ বেগম হাবিবুন নাহার এমপি।
কলাপাড়া
কলাপাড়ায় ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ-এ প্রতিপাদ্য নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে স্থানীয় গনমাধ্যমের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় কলাপাড়া সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট গোফরান বিশ্বাস পলাশ, সাবেক সভাপতি হুমায়ুন কবির, মেজবাহউদ্দিন মানুন, সাবেক সাধারণ সম্পাদক এসএম মোশারফ হোসেন মিন্টু, নেছার উদ্দিন আহমেদ টিপুসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা। এ সভায় মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ৩০ জুলাই থেকে ৫ আগস্ট এ সাত দিন মৎস্য সপ্তাহ উপলক্ষে কলাপাড়ায় সব শ্রেণির মানুষকে মাছ চাষে উদ্বুদ্ধ করণের পাশাপাশি কলাপাড়ার সফল মাছ চাষীদের পুরস্কার ও জেলে পরিবারের একজন মেধাবী শিক্ষার্থীকে ৫০ হাজার টাকা শিক্ষা বৃত্তি প্রদান করা হবে। এছাড়া মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে শোভাযাত্রা, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত করা হবে। এসময় তিনি আরো বলেন, সমুদ্রে ৬৫ দিন মাছ শিকারের নিষেধাজ্ঞা চলাকালীন কলাপাড়ায় জব্দকৃত মাছ ১২ লাখ টাকায় বিক্রি ও ৮ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button