সাংবাদিক সবুজ এর উপর হামলা ; প্রেসক্লাবের নিন্দা
পাইকগাছা প্রতিনিধি ঃ পাইকগাছা প্রেসক্লাবের সহযোগী সদস্য সাংবাদিক আশরাফুল ইসলাম সবুজ এর উপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার রাতে বাসায় যাওয়ার সময় পথিমধ্যে দুর্বৃত্তরা এ হামলা করে। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত সাংবাদিক সবুজ কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে প্রেসক্লাবের সদস্যবৃন্দ হাসপাতালে সাংবাদিক সবুজ কে দেখতে যান এবং তার চিকিৎসার খোঁজ নেন। এদিকে এ হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এ ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বিবৃতিতে দিয়েছেন পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট এফএমএ রাজ্জাক, সহ সভাপতি তৃপ্তি রঞ্জন সেন ও মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক এন ইসলাম সাগর, কোষাধ্যক্ষ এস এম বাবুল আক্তার, সাবেক সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, জি এ গফুর, সাবেক সাধারণ সম্পাদক এস এম আলাউদ্দিন সোহাগ, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, বি সরকার, আলাউদ্দিন রাজা, এম আর মন্টু, নজরুল ইসলাম, প্রমথ রঞ্জন সানা, ইমদাদুল হক, আব্দুর রাজ্জাক বুলি, কৃষ্ণ রায়, আবুল হাশেম, অমল মন্ডল, পূর্ণ চন্দ্র মন্ডল, বদিউজ্জামান, আল শাহরিয়ার, শাহজামান বাদশা, খোরশেদ আলম ও উজ্জ্বল দাশ।