স্থানীয় সংবাদ

সড়ক দূর্ঘটনায় ফুলতলা বাজারের ব্যবসায়ী নিহত

ফুলতলা (খুলনা) প্রতিনিধি ঃ খুলনা যশোর মহাসড়কে সড়ক দূর্ঘটনায় আবারও মৃত্যুর মিছিল। গত মঙ্গলবার রাত সাড়ে ৮ টায় ফুলতলা থেকে নওয়াপাড়া অভিমুখে যাওয়ার সময় রাজঘাট এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এ সময় মটরসাইকেল চালক ফুলতলা বাজারের পাদুকা ব্যবসায়ী শাহনেওয়াজ খান বাবু ঘটনাস্থলেই নিহত হয়। সে ফুলতলা উপজেলার গাড়াখোলা গ্রামের মৃত আঃ গণি খান এর পুত্র। প্রত্যক্ষদর্শী ও থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, গত মঙ্গলবার রাত সাড়ে ৮ টায় ফুলতলা থেকে নওয়াপাড়া অভিমুখে যাওয়ার সময় রাজঘাট এলাকায় পৌঁছে মটরসাইকেল চালক শাহনেওয়াজ খান বাবু দাড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। অপর একজন মটরসাইকেল আরোহী আহত হন। পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। গতকাল বুধবার বেলা ১১ টায় গাড়াখোলা গ্রামের বুড়ো ফকিরিয়া মাদ্রাসা প্রাঙ্গনে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। নামাজে জানাজায় ও পরিবারের প্রতি সমবেদনা জানাতে তার বাড়িতে উপস্থিত হন বীর মুক্তিযোদ্ধা শেখ রওশন আলী, ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, বাজার বণিক কল্যাণ সোসাইটির সাবেক সভাপতি এস রবিন বসু, বণিক নেতা মোঃ খুরশিদ আলম মোড়ল, সাবেক দপ্তর সম্পাদক মোঃ আবুল খায়ের, প্রভাষক শেখ রেজায়ান রাজাসহ ব্যবসায়ীবৃন্দ।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button