খুলনার শিরোমণিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ বিজয় সমাবেশ অনুষ্ঠিত

আটরা গিলাতলা প্রতিনিধি ঃ খুলনার শিরোমণিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ বিজয় সমাবেশ বুধবার বিকাল সাড়ে ৪টায় শিরোমনি শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয়।এ সময় ছাত্র আন্দোলনের সমন্বয়কবৃন্দরা বলেন, আজকে আমরা যে বিজয় নিয়ে এখানে দাঁড়িয়েছি সে বিজয় আমাদের ধরে রাখতে হবে। এই স্বাধীনতা আমাদের রক্ষা করতে হবে। না হলে বাংলাদেশে ফ্যাসিস্টরা সরকার কায়েম করে আমাদের উপর চড়ে বসবে। আমাদেরকে শাসন করে, শোষণ করে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ নষ্ট করে দিবে।তাই ভবিষ্যতে যে সরকার আসবে সেটা যেন জনগণের সরকার হয়, সে সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে। আমাদের সবসময় সচেতন থাকতে হবে ক্যাম্পাসের হল গুলো যেন আমাদের ছাত্রদের অধিকারে থাকে। ক্যাম্পাসে যেন কোনো দলীয় রাজনৈতিক ছাত্র সংগঠন প্রতিষ্ঠিত হতে না পারে সে বিষয়েও আমাদের সজাগ থাকতে হবে।এ সময় ছাত্ররা আরো বলেন, আটরা গিলাতলা ইউনিয়নের সকল বাজার বিশেষ করে শিরোমনি বাজারের দ্রব্যমূল্যের উর্ধ্বগতি সহনশীল পর্যায় রাখতে হবে, কোন অবস্থাতেই মালের দাম অতিরিক্ত নেওয়া যাবে না। এ সময় বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে সকল ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, বাজারে কোন প্রকার চাঁদাবাজি, অন্যায় ভাবে অর্থ উপার্জন থেকে বিরত থাকতে হবে। পরে মাগরিব বাদ শিরোমণি বাজারে জমজম বিরানি হাউজের উত্তরে “ছাত্র সংসদ” এর একটি অফিস উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন খুলনা ইউনিভার্সিটি শিক্ষার্থী তাসনিম আহমাদ, রাতুল হাসান (কুয়েট), আরমান আলী (খুলনা বিশ^বিদ্যালয়), সজীব (পিএসটিইউ), কাওসার (বিআরইউ), অর্ণব (রুয়েট), কাজী ইমরান (বাগেরহাট পিসি কলেজ), তানভীর শেখ (কুয়েট), ইমদাদুল (বিএসএমআরএসটিইউ ), শুকুর মিয়া (বিএল বিশ^বিদ্যালয় কলেজ ) সহ বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বৃন্দ।