স্থানীয় সংবাদ

খুলনা চরেরহাট বিআইডাব্লিউটিএ হ্যান্ডলিং ঘাট সংলগ্ন পর্যটন এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার তৎপরতায় একটি মহল

প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণে খুলনা ডিসির নিকট এলাকাবাসীর স্মারকলিপি

নিয়ন্ত্রনে নিলে বন্ধ হবে ৫শ-৬শ দিনমজুরের আয়

স্টাফ রিপোর্টার : খুলনা চরেরহাট বি,আই,ডাব্লিউ,টি,এ হ্যান্ডলিং ঘাট সংলগ্ন পর্যটন এলাকা নিজেদের নিয়ন্ত্রনে নেওয়ার তৎপড়তা চালাচ্ছে একটি মহল। অপরিকল্পিত দখল থেকে রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণের জন্য বুধবার ভারপ্রাপ্ত খুলনা জেলা প্রশাসকের নিকট ব্যবসায়ী ও এলাকাবাসীর পক্ষ থেকে একটি স্মারক লিপি দেওয়া হয়েছে।
জানা গেছে, খালিশপুর, চরেরহাট বি,আই, ডাব্লিউ,টি,এ হ্যান্ডলিং ঘাট সংলগ্ন এলাকা যা দীর্ঘ দিন যাবৎ খুলনার মানুষের নিকট পর্যটন এলাকা হিসাবে বিবেচিত। এই শহর কেন্দ্রিক কোলাহলের ভিতরে কিছুটা মুক্ত নিশ্বাসের আশায় খুলনার হাজার হাজার জনগন (নারী-পুরুষ) এই চরেরহাট কেন্দ্রিক ভৈরব নদীর তীর এলাকা উপভোগ করতে আসে। খালিশপুরের মত শিল্পাঞ্চলীয় এলাকায় এই ধরনের নদীর তীরবর্তী পর্যটন স্থান নাই। এই নদীর তীর এতদিন যাবৎ খালিশপুরের জনগনের জন্য মুক্ত বাতাসে নিশ্বাস নেয়ার একটা কেন্দ্র বিন্দুতে পরিনত ছিল। তবে এই নদীর তীরে বিস্তীর্ন এলাকাজুড়ে রয়েছে একটি মহল। গত ১ সেপ্টেম্বর হঠাৎ করে একটি মহল কর্তৃক ঐ এলাকা নিজেদের নিয়ন্ত্রনে নেওয়ার তৎপড়তা লক্ষ করা যাচ্ছে। যাতে এলাকাবাসীর মনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এখানে যারা ব্যবসায়ী তাদের মাধ্যমে মাসে ৫০০ থেকে ৬০০ জন দিনমজুরের কমসংস্থান হয়। ওই মহল কর্তৃক এলাকাটি নিয়ন্ত্রনে নিলে এই ৫০০ থেকে ৬০০ জন দিনমজুরের দৈনিক ইনকাম বন্ধ হয়ে যাবে। যার ফলে এলাকায় বেকারত্বের একটা বড় সমস্যার লক্ষনীয় হবে। খুলনার গৌরব মুল্যবান সম্পদ রক্ষার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য চরেরহাট ঘাটের ব্যবসায়ী ও এলাকাবাসীর পক্ষ থেকে সরকারের প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। ব্যবসায়ী ও এলাকাবাসীর পক্ষে ছিলেন, মো: খলিলুর রহমান, মোঃ হেমায়েত হোসেন, আবু তালেব, মোঃ রহুল আমিন, মোঃ মোছাওয়ার হোসেন, মো: মাসুদ, শফিকুল ইসলাম প্রমুখ। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণের জন্য বুধবার ভারপ্রাপ্ত খুলনা জেলা প্রশাসকের নিকট ব্যবসায়ী ও এলাকাবাসীর পক্ষ থেকে একটি স্মারক লিপি দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

১৫ Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button