ছাত্র ও জনতার রক্তের মধ্য দিয়ে দেশ নতুন করে স্বাধীন হয়েছে

# আড়ংঘাটা ইউনিয়ন বিএনপির সুধী সমাবেশে আজিজুল বারী হেলাল #
স্টাফ রিপোর্টার ঃ বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, দীর্ঘ ১৬ বছর স্বৈরাচার আওয়ামী সরকার বাংলাদেশে এক বর্বর শাসন কায়েম করেছিল। কোনো অবস্থাতেই সেই শাসনের পুনরাবৃত্তি আর এই দেশে হতে দেওয়া হবে না। ছাত্র-জনতার গণআন্দোলনে স্বৈরাচার আওয়ামী লীগ হাজার হাজার ছাত্র ও জনতাকে নৃশংসভাবে গুলি করে হত্যা করেছে। এই হত্যাকান্ডের সঙ্গে জড়িত কেউ পার পাবে না, প্রত্যেকের বিচার বাংলার মাটিতে হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র ও জনতার রক্তের মধ্য দিয়ে আমরা এই দেশ নতুন করে স্বাধীন করতে পেরেছি। কোনো অবস্থাতেই এই অর্জন নস্যাৎ হতে পারে না।সোমবার ( ৩০সেপ্টেম্বর) রাতে দীর্ঘ সংগ্রাম ও ছাত্র জনতার গণ অভ্যূত্থানের মাধ্যমে অর্জিত স্বাধীনতা নস্যাৎ করার সকল অপচেষ্টা রুখতে এবং সাম্য ও নতুন বাংলাদেশ বির্নিমানের লক্ষ্যে আড়ংঘাটা ইউনিয়ন বিএনপি’র আয়োজিত সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, প্রশাসনে ফ্যাসিবাদের যত প্রেতাত্মা আছে, তাদের চিহ্নিত করতে হবে। যারা এই দেশের গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছে, রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছে, হেলিকপ্টার থেকে গুলি করে শিশু হত্যা করেছে, রাজপথে সাধারণ মানুষকে গুলি করে খড়কুটোর মতো উড়িয়ে দিয়েছে, সেই আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। সমাবেশে প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন। বিশেষ বক্তা হিসাবে উপস্হিত ছিলেন দৌলতপুর থানা বিএনপি’র আহবায়ক এম মুরশীদ কামাল ও সদস্য সচিব শেখ ইমাম হোসেন। আড়ংঘাটা ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মতলুবুর রহমান মিতুলের সভাপতিত্বে ও জাসাস নেতা ইঞ্জি: নুর ইসলাম বাচ্চুর সঞ্চলনায় সভায় বক্তব্য রাখেন, অধ্যক্ষ শাহিনুল ইসলাম, প্রফেসর মাসুদ হোসেন, মাস্টার দাউদ অর রশীদ, শহিদুল ইসলাম, আতিয়ার রহমান, দলিল উদ্দিন, ব্যাংক কমকতা মামুন হোসেন, মাও: আব্দুর সবুর, দ্বীন এলাহী, ডা: জি এম মাসুদুল হক, রাজাউর রহমান প্রিন্স, বাবু শেখ, রাসেলউজ্জামান রাসেল, আকসির হোসেন সাজু, জামাল শেখ, ফারুক শেখ, গোলাম নবী, কাজী নজরুল ইসলাম, অমল সরকার, মহিদুল ইসলাম, হান্নান মোড়ল, নারায়ণ মিশ্র, শাহাজালাল বাদশা, মানিক সরদার, আয়েশা বেগম, রফেজা বেগম, ফিরোজা বেগম, এহসানুল ইসলাম শিথিল, হ্রদয় বিশ্বাসসহ বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশের শুরুতে স্কীনে দেশনায়ক তারেক রহমান প্রদত্ত রাষ্ট্রমেরামতের ৩১দফা জনগনের মাঝে তুলে ধরা হয়। সমাবেশ থেকে বক্তরা তৎকালীন আওয়ামী লীগের দুঃশাসনের সময়ে আওয়ামী লীগের এজেন্ট হয়ে আড়ংঘাটা থানার সেকেন্ড অফিসার সুমঙ্গল দাস বিএনপি’র নেতাকমীদের উপর যে জুলুম নিপীড়ন চালিয়ে ছিলেন অবিলম্বে দ্রুত সময়ের মধ্য তার অপসারণসহ বিচারের দাবি জানান।



