ডুমুরিয়ায় ছুরিকাঘাতে যুবককে হত্যা

স্টাফ রিপোর্টারঃ খুলনার ডুমুরিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে ছুরিকাঘাতে রাসেল গাজী (২৫) নামের এক যুবককে হত্যা করা হয়েছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের খর্নিয়া ফাহিম ফিলিং স্টেশনের পূর্ব পাশে ঘটনাটি ঘটেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে প্রাণ কোম্পানির ডেলিভারিম্যান রাসেল মোটরসাইকেলযোগে ডুমুরিয়ার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের খর্নিয়া ফাহিম ফিলিং স্টেশনের পূর্ব পাশে এলাকায় পৌঁছান। এ সময় অপর একটি মোটরসাইকেলে দু’ দুর্বৃত্ত তার মোটরসাইকেলের গতিরোধ করে ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ডুমুরিয়া থানার ওসি এম এ হক জানান, খর্নিয়া এলাকায় প্রাণ কোম্পানির ডেলিভারিম্যান হিসাবে কর্মরত রাসেলের মোটরসাইকেলের গতিরোধ করে অজ্ঞাত দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে স্থানীয়রা তাকে হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাসেল উপজেলার খর্নিয়া গ্রামের মৃত মোতালেব গাজীর ছেলে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতের সুরতহাল রিপোর্ট প্রস্তুত পূর্বক আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।