স্থানীয় সংবাদ

কেসিসির ৩১টি ওয়ার্ডে জন্মনিবন্ধন সনদ দেয়ার ক্ষমতা পেল সাত কর্মকর্তা

স্টাফ রিপোর্টারঃ খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) জন্মনিবন্ধনের সনদ দেয়ার ক্ষমতা দেয়া হলো কেসিসির সাত কর্মকর্তাকে। কাউন্সিলরদের দায়িত্ব কেসিসির সাতজন প্রথম শ্রেনী কর্মকর্তাকে দেয়া হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর কেসিসির সচিব সানজিদা বেগম স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়। কেসিসির অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, খুলনা সিটি কর্পোরেশনের সিটিজেন চার্টার অনুযায়ী ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় থেকে জন্ম নিবন্ধন সনদে ওয়ার্ড কাউন্সিলরদের স্বাক্ষর প্রয়োজন। কিন্তু সম্প্রতি সরকার সকল কাউন্সিলর পদ বিলুপ্ত করেছে। বর্ণিত ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর পদ বিলুপ্ত হওয়ায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কাজে ব্যাঘাত ঘটছে। বিধায় জন্ম নিবন্ধন কার্যক্রম সচল রাখার জন্য স্থানীয় সরকার বিভাগের প্রশাসন-১ শাখা হতে ২৬ সেপ্টেম্বর’২৪ তারিখে ৪৬.০০.০০০০.০০০.০৭০.০০০৬.২৪-৯৫১ নং প্রজ্ঞাপন অনুযায়ী কাউন্সিলরের পরিবর্তে কেসিসির সাত কর্মকর্তাকে জন্ম ও মৃত্যু নিবন্ধকের দায়িত্ব প্রদান করা হয়েছে। এমতাবস্থায়, স্থানীয় সরকার বিভাগের নির্দেশনামতে জন্ম নিবন্ধন সনদ প্রদানের জন্য বর্ণিত ওয়ার্ডসমূহের দায়িত্ব খুলনা সিটি কর্পোরেশনের নি¤œলিখিত প্রথম শ্রেণির কর্মকর্তাদেরকে নির্দেশক্রমে প্রদান করা হলো। দায়িত্ব প্রদান প্রাপ্ত কর্মকর্তাদের নাম ও পদবী হলো, কেসিসির চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার। তিনি ৯, ১৫, ১৬, ১৭ নং ওয়ার্ডের জন্ম নিবন্ধনের দায়িত্ব পালন করবেন। একইভাবে নির্বাহী প্রকৌশলী শেখ মোহাম্মাদ মাসুদ করিম ১, ২, ৩, ৪, ৫,৬ নং ওয়ার্ডে, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ আনিসুর রহমান ২৭, ২৯, ৩০, ৩১নং ওয়ার্ডে, স্থপতি রেজবিনা খানম ২৪, ২৫,২৬,২৮নং ওয়ার্ডে, ভেটেরিনারি অফিসার ড. পেরু গোপাল বিশ্বাস ১০, ১১, ১২,১৩,২২নং ওয়ার্ডে, কঞ্জারভেন্সি অফিসার মোঃ অহিদুজ্জামান খান ৭,৮,১৪,২০ ও ২৩নং ওয়ার্ডে, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শরীফ শাম্মীউল ইসলাম ১৮, ১৯, ২১ নং ওয়ার্ডে জন্মনিবন্ধনের দায়িত্ব পালন করবেন। নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা বলেন, দায়িত্ব দেয়া হয়েছে ঠিকই। পাসওয়ার্ডও দেয়া হয়েছে। তবে নিজ দায়িত্বে বাইরে গিয়ে জন্ম নিবন্ধনের দায়িত্ব পালন করা খুবই জটিল বলে তিনি জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button