আমরা সকলে মিলে নির্মল পরিবেশ গড়ে তুলি

# দৌলতপুরে গ্রীণ নারী কল্যান ফাউন্ডেশনে শিশু ও মহিলা বিষয়ক অধিদপ্তর উপপরিচালক #
স্টাফ রিপোর্টারঃ বৈশি^ক উষ্ণায়ন ও জলাবায়ূ পরিবর্তনের প্রধানতম কারণ গুলো মধ্যে রয়েছে কার্বন নিঃসরণ ও প্লাস্টিক বর্জ্যরে প্রভাব। ক্রমবর্ধমান কার্বন নিঃসরণ ও অপচনশীল পলিথিন ব্যাগ, প্লাস্টিকের বোতল ও অন্যান্য সামগ্রী পরিবেশের উপর ডেকে আনছে বিপর্যয়। যার প্রভাব পড়ছে জনজীবনে। এজন্য আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের সচেতন হতে হবে। ক্ষতিকর পলিথিনের ব্যবহারে পরিহার করে পাট পণ্যের ব্যবহার বাড়াতে হবে। আসুন আমরা সকলে মিলে নির্মল পরিবেশ গড়ে তুলি। মঙ্গলবার (১লা অক্টোবর) বিকালে নগরীর দৌলতপুরস্থ আর্থ-সামাজিক সংস্থা গ্রীণ নারী কল্যান ফাউন্ডেশনের আয়োজিত জলবায়ূ পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ও পরিবেশ সুরক্ষায় আমাদের করনীয় এবং পাট পণ্যের ব্যবহার ও ক্ষতিকর পলিথিন বর্জন শীর্ষক সচেতনতামূলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তিৃতায় এসব কথা বলেছেন শিশু ও মহিলা বিষয়ক অধিদপ্তর খুলনার উপ-পরিচালক হাসনা হেনা।
সংগঠনের নির্বাহী পরিচালক ও দৌলতপুর কলেজের সাবেক অধ্যক্ষ, জাতীয় জয়িতা প্রাপ্ত অধ্যাপক ছাকেরা বানুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রোটারী স্কুলের অবসর প্রাপ্ত শিক্ষক সমাজ সেবক সাবেরা সুলতানা, অবসর প্রাপ্ত থানা শিক্ষা অফিসার, সমাজসেবক ও টিআইবির সদস্য রীনা পারভীন, দৈনিক প্রবাহ পত্রিকার স্টাফ রিপোর্টার মো. আশিকুর রহমান, খুবি’র ছাত্র ও ইয়ূর্থনেট ডিসট্রিক কো-অর্ডিনেটর রেজওয়ানুল ইসলাম আসিফ। এসময় আরো উপস্থিত ছিলেন নারী উদ্যোক্তা রেশমা আক্তার মিতু, নুরুন্নাহার রুপা, আনোয়ারা খাতুন, সোহানা পারভীন, উম্মে আক্তার, চামেলী মন্ডলসহ বিভিন্ন এলাকা হতে আগত উদ্যোক্তা, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় সংগঠনের নির্বাহী পরিচালক জানান, জলাবায়ূ পরিবর্তন শুধুমাত্র বাংলাদেশের সমস্যা নয়, এটি একটি বৈশি^ক সংকট এবং এ সংকটের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বিভিন্ন এলাকার পিছিয়ে পড়া যুব-নারী উদ্যোক্তাদের নিয়ে বিভিন্ন প্রশিক্ষন কার্যক্রম এবং সচেতনতামূলক কর্মকান্ডের মধ্যদিয়ে গ্রীন নারী কল্যান ফাউন্ডেশন গড়ে তুলছে জলবায়ূ যোদ্ধা ও সবুজ ছাতা টিম। সরকারী নির্দেশনা মোতাবেক ১ লা অক্টোবর’২৪ থেকে বাংলাদেশের সকল সুপার শপ-এ প্লাস্টিক ও পলিথিনের ব্যাগ নিষিদ্ধ করা হয়েছে। আসুন আমরা জলবায়ূ পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ও পরিবেশ সুরক্ষায় পাট পণ্যের ব্যবহার ও ক্ষতিকর পলিথিন বর্জন করে সবুজ পৃথিবী গড়ে তুলি। আগামী প্রজন্মকে উপহার দেয় একটি সবুজের নির্মল পৃথিবী।