স্থানীয় সংবাদ

বানিয়াখামার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল স্ব-পদে বহাল

স্টাফ রিপোর্টার : নগরীর পশ্চিম বানিয়াখামার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রবিউল ইসলামকে স্ব-পদে বহাল করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার সাময়িক বরখাস্তাদেশ প্রত্যাহার করায় ২৫ সেপ্টেম্বর তিনি প্রধান শিক্ষক হিসেবে বিদ্যালয়ে যোগদান করেন।
এর আগে বিদ্যালয় পরিচালনা কমিটির তৎকালীন সভাপতি শেখ আব্দুল আজিজের কমিটি পরিচালনা সংক্রান্ত বিভিন্ন অনিয়ম, নিয়োগ বাণিজ্য ও হয়রানিমূলক কর্মকান্ডের বিরুদ্ধে জেলা শিক্ষা অফিসার, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি, জেলা প্রশাসক, খুলনা ও বিদ্যালয় পরিদর্শক- মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর বরাবর বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রবিউল ইসলাম অভিযোগ দায়ের করলে বিদ্যালয় পরিচালনা কমিটি বিগত ২০ ফেব্রুয়ারি প্রধান শিক্ষককে সম্পুর্ণ বিধিবহির্ভুতভাবে সাময়িকভাবে বরখাস্ত করেন। উক্ত সাময়িক বরখাস্তের বিরুদ্ধে প্রধান শিক্ষক বিভিন্ন দপ্তরে প্রতিকার চেয়ে আবেদন করলেও কোন প্রতিকার তিনি পাননি। উপরন্তু সম্পুর্ণ হয়রানি করার মানসে কমিটি তাকে বিএনপি-জামায়াত আখ্যা দিয়ে বেআইনিভাবে সাময়িক বরখাস্তের আদেশ বহাল রাখেন।
এমনকি হাইকোর্ট এর এক রায়ে বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের কোন শিক্ষক কে ৬০ (ষাট) দিনের বেশি সাময়িকভাবে বরখাস্ত করে না রাখার নির্দশনা থাকলেও বিদ্যালয় পরিচালনা কমিটি তা প্রতিপালন করেননি। এমতাবস্থায় বর্তমান বিদ্যালয় পরিচালনা পর্ষদ গত ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত এক সাধারণ সভার (সভা নং-১০/২৪) সিদ্ধান্তের আলোকে প্রধান শিক্ষক মোঃ রবিউল ইসলাম এর সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করে স্ব-পদে পুনঃবহাল পুর্বক বিদ্যালয়ে যোগদানের জন্য সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেন। বিদ্যালয় পরিচালনা পর্যদের উক্ত সিদ্ধান্তের প্রেক্ষিতে গত ২৪ সেপ্টেম্বর থেকে প্রধান শিক্ষক নিয়মিতভাবে বিদ্যালয় পরিচালনা কাজে অংশ গ্রহণ করছেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button