নড়াইল বিএনপি নেতা ফারুকের বিরুদ্ধে হয়রানিমুলক মামলা

জেলা বিএনপি’র নেতৃবৃন্দের মামলা পত্যাহারের দাবি
খবর বিজ্ঞপ্তি : নড়াইল জেলা বিএনপি’র সাংগঠানিক সম্পাদক ও বিছালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হেমায়েত হুসাইন ফারুকের বিরুদ্ধে মিথ্যা হয়রানি-মূলক মামলায় তিব্র নিন্দা দ্রুত মামলা প্রত্যাহারে দাবি জানিয়েছেন নড়াইল জেলা বিএনপি’র নেতৃবন্দরা।নেতৃবৃন্দরা হলেন, সৈয়দ মোরশেদ তৌহিদ সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক জেলা বিএনপি নড়াইল এছাড়া (দৈনিক লোক সমাজ পত্রিকার সাংবাদিক অশোক কুন্ডু সহ-সভাপতি নড়াইল জেলা বিএনপি সভাপতি বিছালি ইউনিয়ন বিএনপি ও সদস্য জেলা বিএনপি জুলফিকার আলী মন্ডল সিনিয়র সহ-সভাপতি জেলা বিএনপি ফারুক আশিক দাদাভাই উপদেষ্টা জেলা বিএনপি ছাড়াও অন্যান নেতৃবৃন্দরা। এসময়ে বিএনপি নেতা সৈয়দ মোরশেদ তৌহিদ সোহেল বলেন, হেমায়েত হুসাইন ফারুকের বিরুদ্ধে খুলনা সোনাডাঙ্গা থানায় একটি মিথ্যা মামলা করা হয়েছে। মামলার বাদি অনুপম কুমার মন্ডল তার কোম্পানিতে একসময়ে কর্মরত ছিলেন, আমার প্রশ্ন একজন কর্মচারীরকে কিভাবে অস্ত্র ঠেকিয়ে কোম্পানির পরিচালক চাদাঁর দাবি করে? আর একজন আউটসোর্সিং কর্মচারীর কাছে কিভাবে এত টাকা থাকে।আর সংশ্লিষ্ট সোনাডাঙ্গা থানা পুলিশ কিভাবে বিষয়টি তদন্ত না করে একটি মনগড়া মামলা রুজু করেন। স্বৈরাচার সরকার পতন হলেও এখনও তার দোশররা তাদের এহেন কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। তারই উদাহারন হিসেবে বলব আমাদের বিএনপি’র নেতা কর্মিদের নামে মিথ্যা মামলা হচ্ছে। আমাদের দাবি দ্রুত তদন্ত করে সঠিক সত্য ঘটনা তুলে আনবে আইনশৃঙ্খলা বাহিনি। মিথ্যা বা হয়রানি মামলা দিয়ে মানুষের সম্মান হানী করা যাবেনা।