আশাশুনি উপজেলা জামায়াতের মাসিক কর্মপরিষদ সভা অনুষ্ঠিত

আশাশুনি প্রতিনিধি ঃ আশাশুনি উপজেলা জামায়াতের মাসিক কর্মপরিষদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকাল ৩ টায় উপজেলা কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা জামায়াতের আমির মুহাদ্দিস রবিউল বাসার। বিশেষ অতিথি ছিলেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সাবেক ছাত্রনেতা প্রভাষক ওমর ফারুক, জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক আব্দুস সবুর। উপজেলা সেক্রেটারি মাওলানা মোশাররফ হোসেনের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে মাওলানা আব্দুল মান্নান, মাওলানা নুরুল আফসার মুর্তাজা, অ্যাডভোকেট শহীদুল ইসলাম, শাহ অহিদুজ্জামান শাহীন, মাওলানা আতাউর রহমান, ডাক্তার রোকনুজ্জামান, মাওলানা আনোয়ারুল হক, মাওলানা রুহুল কুদ্দুস, মাওলানা রিয়াছাদ আলী, মাওলানা শাহজাহান আলী প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় সনাতন ধর্মের দুর্গাপূজায় জামায়াতে ইসলামের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান, ৭ অক্টোবর আশাশুনি সরকারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে সিরাত মাহফিল বাস্তবায়ন সহ সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।