বরিশাল বিভাগীয় সমিতির সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি ঃ বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি, খুলনার এক বিশেষ সভা ৩অক্টোবকর বিকেল ৫টায় সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল মালেকের সভাপিিতত্বে এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদারের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তৃতা করেন অন্যতম প্রতিষ্ঠাতা নেতা মো: ফিরোজ আলম খান। সভায় নির্ধারিত আলোচ্য সুচির উপর বক্তৃতা করেন প্রফেসর শিকদার রুহুল আমীন, রোটারিয়ান আলতাফ হোসেন, মো: এনামুল কবির, মোঃ আশরাফ হোসেন, অ্যাডভোকেট মুফতি শহিদুল ইসলাম, সালাম মোল্লা, শিক্ষক আবুল কালাম, মোঃ কামরুল ইসলাম, ডা. এন এম বাবুল, দেলোয়ার হোসেন, মজিবর রহমান বাবুল প্রমূখ নেতৃবৃন্দ। সভায় বন্যা সহ দেশের পরিবর্তিত পরিস্থিতিতে সদস্যদের সার্বিক খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়। সভার অপর এক সিদ্ধান্তে আগামী ২৬ অক্টোবর মহান নেতা শেরে বাংলার ১৫১ তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে আব্দুল জলিল খান কালামকে আহবায়ক এবং মোঃ কামরুল ইসলামকে সদস্য সচিব করে ২৫ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।