খুলনা পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতি
মুরগীর মাংস-ডিম ও দুধের পাইকারী স্থায়ী বাজার স্থাপনের দাবীতে
খবর বিজ্ঞপ্তি ঃ গরীবের আমিষখ্যাত বিকশিত পোল্ট্রি-ডেয়ারী শিল্পের চরম অস্থিরতা যেন কাটছে না। সরকার পরিবর্তন, বন্যা-অতিবৃষ্টির সাথে পশুখাদ্য, মুরগীর বাচ্চা, ভ্যাটেনারী ওষুধ, পরিবহন ও শ্রমিকের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে মুরগীর ডিম-মাংসের উৎপাদন ব্যয় বেড়েছে যে-পরিমাণ তার হিসাব করে খামারীদের বিক্রয়মূল্য এবং খুচরা মূল্য নিধারণ করা অতি জরুরী ছিল। খুলনায় মাছ-শবজি, ফল, চাল-ডালসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির পাইকারী বাজার থাকলেও মুরগীর মাংস-ডিম ও দুধের কোনো স্থায়ী পাইকারী বাজার নেই। ফলে উৎপাদনকারী খামারীরা যত্রতত্র ফড়িয়াদের কাছে বিক্রি করতে বাধ্য হচ্ছে। বিধায় তারা ন্যায্যমূল্য থেকে যেমন বঞ্চিত হচ্ছে তেমনি ভোক্তা সাধারণকে উচ্চ মূল্যে ক্রয় করতে হচ্ছে। উল্লেখ্য, পোল্ট্রি শিল্প মালিক সমিতি পাইকারী স্থায়ী বাজার স্থাপনের জন্য বহুকাল ধরে আবেদন-নিবেদন, দেন-দরবার করেও কোনো সুফল পায়নি। শুধু আশ্বাস আর আশ্বাস দিয়ে সময় ক্ষেপন করা হয়েছে। এমতাবস্থায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আমাদের একান্ত আবেদন দ্রুত খুলনায় স্থায়ী পাইকারী বাজার স্থাপনের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নের অনুরোধ জানাচ্ছে পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতির নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ হলেন বিপিআইএফ’র খুলনা বিভাগীয় কমিটি : খুলনা পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতি’র সভাপতি আলহাজ্ব মাওঃ ইব্রাহিম ফয়জুল্লাহ, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও খুলনার মহাসচিব প্রাণিপ্রেমী এস এম সোহরাব হোসেন, সহ-সভাপতি সৈয়দ মোঃ বেলাল হোসেন, প্রফুল্ল কুমার রায়, গোলাম সরোয়ার পিণ্টু, মোঃ জাফর, এইচ এম সিদ্দিকুর রহমান, ইলিয়াস চৌধুরী, শেখ রেজানুল ইসলাম, আলমগীর খান, তরিকুল ইসলাম, কোষাধ্যক্ষ আলহাজ্ব মামুনুর রহমান, যুগ্ম মহাসচিব আলহাজ্ব আরিফুল রহমান বাবু, এস এম হাফিজুর রহমান লিপু, তপন পাল, সাংগঠনিক সম্পাদক তালুকদার মোঃ হেলালুজ্জামান, প্রচার সম্পাদক শেখ আব্দুল হালিম, মহিলা সম্পাদক এড. শাহরিয়া মোর্শেদা আহমেদ শম্পা, সঞ্চয় ও সমাজকল্যাণ সম্পাদক মোজাম্মেল হক, নির্বাহী সদস্য শাহ জাফর মামুদ মেহেতা, মোঃ সালাহ উদ্দিন, মোঃ আব্দুল আহাদ, শ্যামল বিশ্বাস, ইনসান আলী, মোঃ কামরুল ইসলাম, মোঃ হাকিম চৌধুরী, মোঃ জিসান, রফিকুল ইসলাম হাওলাদার প্রমুখ।