স্থানীয় সংবাদ

ইসলামের বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে তা’লীমুল মিল্লাত মাদরাসায় সভা

খবর বিজ্ঞপ্তি ঃ তা’লীমুল মিল্লাত মাদরাসায় ভারতে রাসূল (সঃ) ও ইসলামের বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে বৃহস্পতিবার সভা অনুষ্ঠিত হয়। নগরীর সোনাডাঙ্গাস্থ তা’লীমুল মিল্লাত রহমাতিয়া ফাযিল মাদরাসা খুলনার অধ্যক্ষ মাওলানা এ এফ এম নাজমুস সউদের সভাপতিত্বে মাদ্রাসা ছাত্রদের উদ্যোগে ও ফাযিল শ্রেণির ছাত্র সোলায়মান, হাদীউজ্জামান, দাখিল ১০ম শ্রেণির আহমাদ আব্দুল্লাহ সাদিক, মুহাম্মাদ আব্দুল্লাহ সাবির, নিলয়, ৯ম শ্রেণির ছাত্র আব্দুল্লাহ তাসিন ও সাফিনুর প্রমুখের নেতৃত্বে ভারতের হিন্দু ঠাকুর রামগীরি মহারাজ কর্তৃক বিশ্বনবী হযরত মুহাম্মদ (সঃ) ও ইসলাম ধর্ম নিয়ে কটূক্তিমূলক প্রদান ও বিজেপি নেতা নিতেষ নারায়ণ রানে’র সমার্থনের প্রতি নিন্দা জানিয়ে অভিযুক্তদের প্রকাশ্যে শান্তির দাবীতে নগরীর শিববাড়ী মোড়ে প্রতিবাদ সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি মাদ্রাসা থেকে মজিদ স্মরনি রোড হয়ে শিববাড়ী মোড় অবস্থান করে এবং ছাত্র, শিক্ষক ও অধ্যক্ষ সাহেব প্রতিবাদি বক্তব্য প্রদান করেন। বক্তাগণ ভারত সরকারকে হুশিয়ারি দিয়ে অনতিবিলম্বে রাসূল (সঃ) ও ইসলামের বিরুদ্ধে কটুক্তিকারী ও সমর্থনকারী নেতাকে উপযুক্ত শাস্তি দাবী জানান। বক্তারা আরো বলেন ইসলাম হলো শান্তির ধর্ম-মানবতার ধর্ম সুতরাং ইসলাম কোন ধর্মকে ছোট করে দেখে না। অন্য ধর্মের প্রতি অসম্মানজনক আচারণ ও কটুক্তি সমর্থন করে না। তাই ভারতের মুসলমানদেরকে অত্যাচার সহ রাসূল (সঃ) যিনি সর্বশ্রেষ্ট মানব, তাঁর বিরুদ্ধে কোন ধরনের কটুক্তি সহ্য করা হবে না। সুতরাং ঐ ঠাকুরকে সর্বোচ্চ শান্তি ও বিজেপির বিধায়ককে দলথেকে বহিষ্কারসহ তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়। উক্ত প্রতিবাদ সভায় আরো উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ জনাব আবুবকর সিদ্দীক, মাওঃ নূরুল ইসলাম, মাওঃ আবু নোমান বাশীর মাহমুদ, মাওঃ আব্দুল মজিদ, জনাব শাহজাহান হোসেন, জনাব ছফির উদ্দীন, জনাব আব্দুর রাজ্জাক, জনাব নুরুল বাশার, জনাব সেখ আলী জামান, জনাব ইকবাল হোসেন, জনাব মোঃ আরিফ বিল্লাহ, জনাব নাছরুল্লাহ, জনাব বিশ্বজিৎ সরকার, জনাব আফজাল হোসেন, জনাব দেলোয়ার হোসেন, জনাব মোঃ নাছিমুল হাসান, জনাব মোঃ আনিছুজ্জামান, জনাব মেজবা ইসলাম, জনাব মোঃ মোয়াজ্জাম হোসেন, ক্বারী আব্দুল কাদেরসহ মাদরাসার সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক মন্ডলী, অভিভাবকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবগ।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button