স্থানীয় সংবাদ

ভোলা জেলার সদর উপজেলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ মাদক ব্যবসায়ী আটক

# বাংলাদেশ নৌবাহিনীর যৌথ অভিযান #

খবর বিজ্ঞপ্তি ঃ অসামরিক প্রশাসনকে সহায়তার জন্য ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক প্রতিহত করতে নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নস্থ পাইলট এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ শহিদুলের আস্তানায় অভিযান পরিচালনা করে নৌবাহিনী। এসময় তার আস্তানায় তল্লাশি চালিয়ে ১৮৭ বোতল ফেনসিডিল, ২৮.৫ কেজি গাঁজা, ইয়াবা, দেশীয় অস্ত্র ও ৬ টি এন্ড্রয়েড মোবাইলসহ ০৫ জনকে আটক করেছে নৌবাহিনী। এ অভিযানে বাংলাদেশ নৌবাহিনীর সাথে বাংলাদেশ পুলিশ ও র‌্যাব সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। চিহ্নিত মাদক ব্যবসায়ী শহিদুল এর নেতৃত্বে এ চক্রটি দীর্ঘদিন যাবৎ ভোলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। তার বিরুদ্ধে পূর্বেও ভোলা সদর থানায় একাধিক মাদক সংক্রান্ত মামলা রয়েছে। পরবর্তীতে আটককৃত মাদক ব্যবসায়ী ও জব্দকৃত মালামালসমূহ ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিত নিয়ন্ত্রণে নৌবাহিনীর নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button