স্থানীয় সংবাদ

বিএনপি নেতা গাজী তফসীরের সাথে এলাকাবাসীর মতবিনিময়

স্টাফ রিপোর্টার ঃ খুলনা জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও ডুমুরিয়া উপজেলার ২নং রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান আলহাজ্ব গাজী তফসীর আহমেদ এলাকার বিভিন্ন স্তরের মানুষের সাথে মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেল ৫ টায় ডুমুরিয়ার রঘুনাথপুর বাজার কমিটির কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। বিএনপি নেতা আব্দুল হাই জোয়ার্দার সভায় সভাপতিত্ব করেন।
বিএনপি নেতা কায়েস সরদারের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- বিএনপি নেতা এ এম আমিনুর রহমান, শেখ শামিম, ইউপি সদস্য শ্রী আরতি মহাজন, বিএনপি নেতা অসিম মন্ডল, তারক চন্দ্র মন্ডল, সচিন মহাজন, কায়সারুজ্জামান হিরাসহ বিভিন্ন স্তরের মানুষ।
পরে বাদ মাগরিব ইউনিয়নের সাহাপুর বাজারে এ বিএনপি নেতা গাজী তফসীর আহমেদ এলাকার বিভিন্ন স্তরের মানুষের সাথে মতবিনিময় করেন। সফরকালে তিনি তার মরহুম পিতা-মাতার কবরে সালাম ও তাদের রূহের মাগফিরাত কামনায় দোয়া পেশ করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button