ডুমুরিয়ার শোভনায় মতবিনিময় সভা

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি ঃ আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে ডুমুরিয়া উপজেলার শোভনা ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শোভনা ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কর্ণেল আছাদুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন, ক্যাপ্টেন সৌমিক আহমেদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ইমরান হোসেন, উপজেলা সেক্রেটারী মাওলানা হাবিবুর রহমান, জামায়াত নেতা মাওলানা মুক্তার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেঃ আশরাফ হোসেন, প্রকৌশলী রাসেল আহমেদ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জামায়াত নেতা শেখ মোসলেম উদ্দিন, অধ্যক্ষ সুভাষ চন্দ্র সরদার, অধ্যাপক সুশীল কুমার মন্ডল, মিলন কান্তি মল্লিক, নারায়ণ চন্দ্র গোস্বামী, ইউপি সচিব উত্তম কুমায় বিশ্বাস, তমিজ উদ্দিন হালদার, মাষ্টার অমূল্য রায়, শিক্ষক মাইকেল মল্লিক প্রমুখ। সভায় ইউনিয়নের সকল পূজা মন্দির কমিটির সভাপতি/সাধারণ সম্পাদকসহ ইমাম পরিষদের নেতৃবৃন্দ, শিক্ষকবৃন্দ ছাড়াও সকল শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা শান্তিপূর্ণ ভাবে আসন্ন শারদীয় দুর্গোৎসব পালনের বিষয়ে মতামত প্রকাশ করেন।