স্থানীয় সংবাদ

খুলনা বিভাগে একদিনে সর্বোচ্চ ডেঙ্গু রোগী ভর্তি ১১৭ : শীর্ষে খুলনা

স্টাফ রিপোর্টার ঃ চলতি বছরে খুলনা বিভাগে গত ২৪ ঘন্টায় ( বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে একদিনে সর্বোচ্চ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ১১৭ জন। এর মধ্যে শীর্ষে রয়েছে খুলনায় ৩০ জন। তবে এসময়ে কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি। এর আগের দিনে ভর্তি হয়েছিলো ৯২ জন এবং মৃত্যু হয় ৩ জনের। এ পর্যন্ত খুলনা বিভাগে ডেঙ্গু ছাড়াল ২ হাজার ৬৭৯ জন এবং মৃত্যু হয়েছে ১১ জনের। খুলনা বিভাগীয় পরিচালক ( স্বাস্থ্য) অধিদপ্তরের সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।
সূত্র মতে, গত ২৪ ঘন্টায় খুলনা বিভাগের ৯ জেলা এবং সরকারি দুই হাসপাতাল মিলে নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ১১৭ জন। এর মধ্যে খুলনায় সর্বোচ্চ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৩০ জন। এছাড়া সাতক্ষীরায় ৩ জন, যশোরে ১৩ জন, ঝিনাইদহ ২১ জন, মাগুরায় ৩ জন, নড়াইলে ১৪ জন, কুষ্টিয়ায় ১৭ জন, চুয়াডাঙ্গায় ২ জন, মেহেরপুরে ৫ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে ৯ জন। এ পর্যন্ত খুলনা বিভাগে ডেঙ্গু ছাড়ালো ২ হাজার ৬৭৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৩৫৮ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ১১ জনের। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে ২৭৪ জন এবং রেফার্ড করা হয় মোট ৩৬ জন ডেঙ্গু রোগী কে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আরএমও ডাক্তার সুহাষ রঞ্জন হালদার বলেন, গত ২৪ ঘন্টায় এই হাসপাতালে নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৯ জন। এসময়ের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে ৪৬ জন। এ পর্যন্ত মোট ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৩০২ জন এবং মৃত্যু হয় ৬ জনের।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button