জালিয়াতি অর্থ আতœসাৎ মামলায় বানিয়াখামার হাই স্কুলের প্রধান শিক্ষক রবিউল কারাগারে
স্টাফ রিপোর্টারঃ জালজালিয়াতি, অর্থ আতœসাৎসহ নানা অভিযোগে দায়েরকৃত মামলায় খুলনা নগরীর বানিয়া খামার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলামকে কারাগারে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার তিনি আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন। মামলার বাদী স্কুলের অভিভাবক সদস্য মোঃ জহিরুল ইসলাম জানান, অত্র স্কুলের প্রধান শিক্ষক রবিউল ইসলামের বিরুদ্ধে স্কুলের রেজুলেশন জালিয়াতি, অর্থ আতœসাৎ, মহিলা শিক্ষকের সাথে অশোভন আচরণ, মিথ্যাচার, ভূয়া খরচ ভাউচার, বদমেজাজী ও স্বেচ্ছাচারির অভিযোগ রয়েছে। এসব অভিযোগে ওই শিক্ষক ইতোমধ্যে সাময়ীক বরখাস্ত হয়েছেন। এ ঘটনায় তিনি বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। যার নং-২২/২৩। মামলাটি তদন্ত করে পিবিআই। তারা তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করেন। বৃহস্পতিবার ওই মামলার শুনানী ছিল খুলনা মুখ্য মহানগর হাকিম আদালতে (সোনাডাঙ্গা)। বিবাদী হাজির হয়ে আদালতে জামিন প্রার্থনা করেন। শুনানী শেষে আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন। এলাকাবাসী জানান, ওই প্রধান শিক্ষকের কারণে স্কুলের শিক্ষার্থী ক্রমে কমছে। ৭৫০ জন শিক্ষার্থী থেকে কমে এখন দেড়শত শিক্ষার্থী স্কুলে আছে। ওই প্রধান শিক্ষক স্কুলে থাকলে অচিরেই এই স্কুল বন্ধ ঘোষণা করা লাগতে পারে বলে তারা মন্তব্য করেন।