স্থানীয় সংবাদ

সিএনজি চালিয়ে সুযোগ বুঝে গরু-ছাগল চুরি করত চোরচক্র

অবশেষে জনতার হাতে আটক ২ চোর

শেখ ফেরদৌস রহমান: সিএনজি চালিয়ে নগরীর বিভিন্ন অলিগলিতে ঘোরাফেরা করা হতো। আর সুযোগ বুঝে ছোট আকারে গরু ও ছাগল চুরি করতো চোর চক্রটি। অবশেষে গেল বুধবার রাতে নগরীর খালিশপুর থানাধীন বাস্তহারা বাইপাস এলাকা থেকে আটক করা হয় দুই চোরকে । একজন তারেক ও অপরজন সুমন। তারা মধ্যডাঙ্গায় ভাড়া বাড়িতে বসবাস করে। এসময়ে চুরি করা গরু ও সিএনজি আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। এ বিষয়ে স্থানীরা জানান, গেল বুধবার মধ্য রাত্রে দৌলতপুর মধ্যডাঙ্গা এলাকা থেকে একটি মাঝারী আকারে লাল রং এর গরু চুরি করে বাস্তহারা বাইপাস এলাকায় দিকে আসে এসময়ে সড়কে খানাখন্দে সিএনজি আটকে যায়। তারা অনেক চেষ্টা করেও সিএনজিটি সচল করতে পারছিলনা। এরপর দীর্ঘ সময় সড়কে সিএনজি থাকতে দেখে দায়িত্বরত নিরাপত্তা-প্রহরীদের সন্দেহ হয়। এ সময়ে তিনি চিৎকার করলে এলাকাবাসী জড়ো হয়। চিৎকার শুনে একজন চোর পালিয়ে গেলে ও অন্য দুই চোর আটক করে। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা খামারী মোঃ ওয়াহিদুজ্জামান বলেন, গেল ২০ দিন আগে আমার একটি মাঝারী আকারে গরু আবুনাসের হাসপাতাল এলাকা থেকে চুরি হয়ে যায়। প্রতিদিনের মত আমি গরু ছেড়ে দিয়ে বাড়ী খেতে আসি। এরপর ািবকালে যেয়ে দেখি আমার গরু নেই। অনেক খোজাখুচি এমনকি মাইকিং করেও গরু আর পাওয়া যায়নি। একই অভিযোগ করেন গোয়ালখালী এলাকার বাসিন্দা মোঃ আসাদুজ্জামান মঈন তিনি বলেন, বলেন, গেল দুই সপ্তাহ আগে আমার একটি বড় জাতের খাসি ছাগল হারিয়ে যায়। আমি দুপুরের দিকে ছাগলটিকে আবুনাসের হাসপাতাল মাঠে ছাগল ও গরু রেখে বাসায় গেরৈ তাির দুই ঘন ্টার পর এসে দেখি ছাগলটি নেই আমার ছাগলটির দাম ছিল প্রায় ১৫ হাজার টাকার মত। একই অভিযোগ করে মোঃ কামাল পারভেজ তিনি বরেন, আমার ও একটি ছোট আকারের খাসি ছাগল সপ্তাহ আগে দুপুরে সময়ে চুরি হয়। আমরা বিষয়টি নিয়ে আতংক এ আছি।এছাড়া জানাযায় সববুজ নামে অন্য আরেকজন খামারীর তিনটি গরু চুর হয় এক দিনেই। ধারনা করা চোর চক্রটি একটি পিকআপ করে গরু তিনটি নিয়ে যায়।এ বিষয়ে খালিশপুর থানার এসআই সাদেক হোসেন বলেন, এলাকাবাসী দুই গরু চোর আটক করে আমাদের খবর দেয়। আমরা ঘটনালে এসে চুরিকাজে ব্যবহৃত একটি সিএনজি ও চুরি করা গরু সহ দুইজনকে আটক করেছি। এবিষয়ে খালিশপুর থানায় রেজাউল ইসলাম নামে একজন বাদি হয়ে একটি চুরি মামলা দায়ের করেছে যার মামলা নং -৫। এছাড়া আমরা এর আগে থানায় গরু বা ছাগল চুরি হয়েছে এমন অভিযোগ আছে আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করছি। আগে পরে চুরির সাথে তারা জড়িত ছিল কিনা আর চুরি যাওয়া গরু ছাগল কারা ক্রয় করত আমরা সার্বিক বিষয় খতিয়ে দেখছি। মূলত তারা সিএনজি চালিয়ে বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করত আর সুযোগ বুঝে গরু-ছাগল চুরি করত।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button