ওসি কবির হোসেন এর যোগদান

স্টাফ রিপোর্টার ঃ কেএমপির খানজাহান আলী থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোঃ কবির হোসেন । তিনি ইতিপুর্বে সিলেট রেঞ্জের হবিগজ্ঞ জেলার বানিয়াচং থানায় ১ বছর , পরবর্তিতে খুলনা জেলার কয়রা থানা ও ডুমুরিয়া থানায় পুলিশের গুরুত্বপুর্ন পদ ওসি অপারেশন এর দায়িত্ব সুনামের সাথে পালন করেন । এছাড়া খানজাহান আলী থানায় অত্যান্ত দক্ষতার সাথে দির্ঘদিন ওসি তদন্ত হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। নবাগত ওসি কবির হোসেন এর গ্রামের বাড়ি মাগুরা জেলার মুহাম্মাদপুর থানার রাজাপুর গ্রামে তার পিতার নাম মোঃ নওশের আলী, তিনি ১ পুত্র ও ১ কন্যা সন্তানের জনক । ২০০৫ সালে বাংলাদেশ পুলিশ বাহিনিতে এস আই পদে যোগদান করেন। শুক্রবার তিনি থানার বিদায়ী ওসি নাহিদ হাসান মৃধার কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেছেন। এদিকে সদ্য বিদায়ী ওসি নাহিদ হাসান মৃধাকে কেএমপি ডিবিতে বদলী করা হয়েছে। শুক্রবার সকাল ১১ টায় থানা অডিটরিয়ামে বিদায়ী ওসি নাহিদ হাসানকে বিদায় সংবর্ধনা ও নবাগত ওসি মোঃ কবির হোসেন ও ওসি তদন্ত মোঃ আমিরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান থানার বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্স বৃন্দ । এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ীগেট বায়তুন আমান মসজিদের পেশ ইমাম হুমায়ুন কবির হুসাইন , খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতি শেখ বদর উদ্দীন, সাংগঠনিক সম্পাদক দৈনিক সংগ্রামের শিল্পাঞ্চল সংবাদদাতা ও দৈনিক প্রবাহের স্টাফ রিপোর্টার সাইফুল্লাহ তারেক, দৈনিক মানবজমিনের ফুলতলা উপজেলা প্রতিনিধি গাজী মাকুল উদ্দীন, দৈনিক খুলনার শিল্পাঞ্চল প্রতিনিধি মশরুজ্জামান খান সাবু, অনলাইন নিউজ পোর্টাল ফুলতলা নিউজ এর নির্বাহী সম্পাদক শেখ ইফতেখায়রুল আলম বাপ্পি, দৈনিক নওয়াপাড়া পত্রিকার শিল্পাঞ্চল (খুলনা) সংবাদদাতা মিহির রজ্ঞন বিশ^াস সহ থানার বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন। খানজাহান আলী থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, তিনি সকলের সহযোগিতায় এই থানার আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে নিজের সর্ব্বোচ্চ প্রচেষ্ঠা দিয়ে কাজ করে যাবেন। এ জন্য তিনি সকলের সহায়তা কামনা করেন।