স্থানীয় সংবাদ

নবীকে কটুক্তিকারীকে আইনের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা করতে হবে

# বৃহত্তর আমরা খুলনাবাসীর সমাবেশে বক্তরা #

খবর বিজ্ঞপ্তি ঃ ভারতের মহারাষ্ট্র্রে একজন হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ আমাদের (মুসলমানদের) প্রিয় শেষ নবীকে কটুক্তি করেছেন। তাকে ও তার কটুক্তিকে সমর্থন করেছেন সেই দেশের বিজেবির সাংসদ নিতেশ রানে। যারা আমাদের প্রিয় মহানবী কে নিয়ে কটুক্তি করেছেন তাদের বিরুদ্ধে ভারতের মহারাষ্ট্র্রে থানায় মামলা হলে ও এখন ও তাদেরকে গ্রেপ্তার করেনি পুলিশ। অনতি বিলম্বে তাদের গ্রেপ্তার করে কঠিন শাস্তি দিতে হবে। বিজেবি সাংসদের সংসদ সদস্য পদ বাতিল করতে হবে। ভারতের সরকার কে বলবো তাদের কে আইনের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা করতে হবে।
শুক্রবার (৪ আক্টোবর) জুম্মাবাদ নগরীর ময়লাপোতা মোড়স্থ বায়তুল আমান জামে মসজিদ প্রাঙ্গণে বৃহত্তর আমরা খুলনাবাসীর উদ্যোগে হযরত মোহাম্মদ মোস্তফা (স:) কে নিয়ে কটুক্তিকারীদের শাস্তির দাবিতে অনুষ্ঠিত এক সমাবেশে বক্তরা এসব কথগুলো বলেন। বৃহত্তর আমরা খুলনাবাসীর সভাপতি ডা. মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকনের পরিচালনায় উক্ত ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন, ভারতীয় হাই কমিশনারের ডেকে কড়া ভাষায় নিন্দা জানান ও ভারতের প্রধানমন্ত্রীকে বাংলাদেশের পক্ষ হতে তীব্র প্রতিবাদ জানান। বক্তারা হুশিয়ারি উচ্চারন করে বলেন, মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে সাম্প্রদায়িক সম্প্রীতি অপ তৎপরতা বন্দ করতে হবে এবং আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঠিক অনুরুপ সনাতন ধর্মের ধর্মীয় অনুভূতিতে কেউ যেন আঘাত হানতে না পারে তার জন্য প্রশাসনসহ সকলকে সজাগ থাকার আহ্বান জানান।
প্রতিবাদ সভায় বক্তৃতা করেন ইসলামী আন্দোলন খুলনা মহানগর সহ সভাপতি শেখ নাসির উদ্দিন, খুলনা পোল্টি ফিস ফিড শিল্প মালিক সমিতির মহাসচিব এস এম সোহরাব হোসেন, বৃহত্তর আমরা খুলনাবাসীর সহ-সভাপতি ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু. ডা. আ. সালাম, এড. কাজি আমিনুল ইসলাম মিঠু, মো. কামরুল ইসলাম কামু, সাধারন সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকন, শেখ মোহাম্মাদ আলী, এম এ জলিল, এড. গাজি মিজানুর রহমান, রোকনুজ্জামান বাবলু, সাংগাঠনিক সম্পাদক মো. সাকিল আহমেদ রাজা, খুলনা ফটো সাংবাদিক এসোসিয়েশন এর সাবেক সাধারন সম্পাদক নাজমুল হক পাপ্পু, মো. জয়নাল আবেদিন, মো. মাহাবুব, মো. আইনুল হক, মো. সবুজুল ইসলাম সবুজ, মো. মনিরুজ্জামান মিলন, মো. জাভেদ আক্তার, মো.আরিফুল ইসলাম টিংকু, আবু বক্কার, মো. আজমল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন আহছানউল্লাহ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ. সালাম, শহীদ সোহরোয়ার্দী কলেজের প্রফেসর শেখ আজিজুল ইসলাম রাসেল, শ্রমিকদল নেতা গাজি মাহাবুবুর রহমান, নাগরিক আন্দোলন খুলনার কাজি আবুল সৌদ, মো.কবির হোসেন বাবু প্রমুখ। প্রতিবাদ সমাবেশে পবিত্র কোরআন তেলোয়াত করেন মো.আবরারুল হক।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button