বৃহত্তর হেরাজ মার্কেট ওষুধ ব্যবসায়ীর কমিটির সাথে বিভিন্ন ওষুধ কোম্পানী প্রতিনিধিদের মতবিনিময়

স্টাফ রিপোর্টার ঃ খুলনার বৃহত্তর হেরাজ মার্কেট ওষুধ ব্যবসায়ী কমিটির নব নির্বাচিত নেতৃবৃন্দের সাথে বিভিন্ন ওষুধ কোম্পানীর দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাদের সাথে পরিচয় পর্ব ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (অক্টোবর) রাত সাড়ে ৮টায় নগরীর এক অভিজাত হোটেল সেমিনার কক্ষে পরিচয় পর্ব ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহত্তর হেরাজ মার্কেট ওষুধ ব্যবসায়ী কমিটির সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ সুজা এর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিডিএস খুলনা জেলা শাখার আহবায়ক এস এম কবির উদ্দিন বাবলু। বিশেষ অতিথি ছিলেন বিসিডিএস খুলনা জেলা শাখার যুগ্ম আহবায়ক মো: জিল্লুর রহমান জুয়েল। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন বৃহত্তর হেরাজ মার্কেট ওষুধ ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক, বাংলাদেশ কেমিস্ট এ- ড্রাগিস্ট সমিতির যুগ্ম আহবায়ক এবং সার্জিক্যাল কমিটি খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক মো: নাজমুস সাকির পিন্টু। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,আনিছুর রহমান পিন্টু, সমর কুমার কুন্ডু, মো: মাসুদুন নবী, হাফিজুর রহমান লিটন, মো: বিল্লাল হোসেন, মো: আলমগীর হোসেন, আসাদুজ্জামান ভুইয়া মামুন, মুনিরুল ইসলাম (মুনির), শামসুল আলম বাবু, সাইফুল ইসলাম লালন, সাইফুল ইসলাম পিন্টুসহ অন্যান্য নেতৃবৃন্দ ও খুলনায় কর্মরত বিভিন্ন কোম্পানীর কর্মকর্তাবৃন্দ।
সভায় প্রধান অতিথি বলেন, কেমিস্টদের কল্যানে সকল কার্যক্রম সাধারণ কেমিস্টদের সাথে নিয়ে বাস্তবায়ন করতে আমরা অঙ্গিকার বদ্ধ। এ সময়ে অন্যান্য বক্তারা মেয়াদ উত্তীর্ণ ওষুধ সমূহ সঠিক সময়ে পরিবর্তন করতে সকল ওষুধ কোম্পানীর প্রতিনিধিদের বিশেষ গুরুত্ব আপর করেন।
বৃহত্তর হেরাজ মার্কেট ওষুধ ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মো: নাজমুস সাকির পিন্টু বলেন, দীর্ঘ দিন যাবত মেয়াদ উত্তীর্ণ ওষুধ সমূহ সঠিক সময়ে পরিবর্তন হচ্ছে না। এ সব বিষয়ে আমরা বিভিন্ন ওষুধ কোম্পানীর প্রতিনিধিদেরকে সঠিক ও দ্রুত সময়ের মধ্যে পরিবর্তন করতে সহযোগিতার জন্য তাদেরকে অনুরোধ জানানো হয়েছে। যাতে সাধারণ কেমিস্টদের কোন ভোগান্তিতে পড়তে না হয়।