স্থানীয় সংবাদ

সাংবাদিক রাশিদুল খুলনা রায়েরমহল অনার্স কলেজের সভাপতি মনোনীত

স্টাফ রিপোর্টার : খুলনার ঐতিহ্যবাহী রায়ের মহল (অনার্স)মহাবিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মনোনীত হয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও খুলনা প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি, দৈনিক মানবজমিনের খুলনা ব্যুরো প্রধান মো. রাশিদুল ইসলাম ও বিদ্যোৎসাহী সদস্য হয়েছেন খুলনা মহানগর বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক শেখ সাদী। জাতীয় বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর অনুমোদনক্রমে কলেজে পরিদর্শক আব্দুল হাই সিদ্দিক সরকার ২ অক্টোবর স্বাক্ষরিত পত্রে অবহিত করবেন।
এছাড়া সভাপতি কর্তৃক হিতৈষী সদস্য মনোনীত হয়েছেন এডভোকেট নিগার সুলতানা, শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন অধ্যাপক শামসুদ্দীন দোহা। উল্লেখ্য ইতিপূর্বে এই কলেজের সভাপতি ছিলেন খুলনা মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তালুকদার আবদুল খালেক। মো. রাশিদুল ইসলাম খুলনা শিল্পকলা একাডেমি, খুলনা শিশু ফাউন্ডেশন, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি, খুলনা টাউন ক্লাবের আজীবন সদস্য। খুলনাস্থ ঝালকাঠি জেলা কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, ফজলুর রহমান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ঝালকাঠির বেশাইনখান শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যানিকেতনের আজীবন দাতা সদস্য, কৃতিপাশা ফাউন্ডেশন ঝালকাঠির আজীবন সদস্যসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত রয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button