স্থানীয় সংবাদ

ছাত্র নেতা কামাল ছিলেন সকল গণতান্ত্রিক আন্দোলনে রাজপথের সাহসী যোদ্ধা : মিঠু

খবর বিজ্ঞপ্তি : ছাত্রদল নেতা এস এম কামাল হোসেন ছিলেন সাহসী, সৎ, মেধাবী ও বলিষ্ট ছাত্রনেতা। সকল গণতান্ত্রিক আন্দোলনে রাজপথের সাহসী যোদ্ধা। কামাল এমন একজন ছাত্রনেতা যার শিকড় অনেক গভীরে। ওয়ার্ড পর্যায়ে থেকে বেড়ে ওঠা এই ছাত্রনেতা সর্বশেষ কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার মেধা বুদ্ধি ছাত্রদলকে অনেক দুরে এগিয়ে নিয়ে গিয়েছিল। বর্তমান সময় এস এম কামাল হোসেন এর মত ছাত্রনেতার খুবই অভাব। যা পুরণ করা কোন ভাবেই সম্ভব নয়। অন্দোলন-সংগ্রামে রাজপথে তার বিচরণ ছিল সরব।
রবিবার (৬ অক্টোবর) বাদ আসর ছাত্রদল খুলনা মহানগর শাখার সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, খুলনা মহানগর শাখার সাবেক সাধারন সম্পাদক, সরকারি সুন্দরবন কলেজ শাখার সাবেক সভাপতি এস এম কামাল এর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন খুলনা মহানগর বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ও খালিশপুর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক বিশিষ্ট শিল্পপতি এস এম আরিফুর রহমান মিঠু।
সভাপতিত্ব করেন ছাত্রনেতা এস এম আকাশ। উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোঃ সাজ্জাদ আলী, এস এম জসীমউদ্দীন, যুবনেতা মনিরুল ইসলাম মনির, যুবনেতা শহিদুল ইসলাম বাবু, মোহাম্মদ শাহাদাৎ শেখ, জসিম খান,শ্রমিক নেতা মালেক হাওলাদার, ছাত্রনেতা গোলাম রাব্বি, শওকত আলী মাসুম, আরিফুল ইসলাম আরিফ, শামিম হাসান, নয়ন চৌধুরী, খন্দকার সাদ্দাম, মুহিম শেখ,ইব্রাহিম, সাইফুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন স্বপন হাওলাদার প্রমুখ।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button