স্থানীয় সংবাদ

খুলনা শপিং কমপ্লেক্স দোকান মালিক ব্যবসায়ি কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি ঃ গতকাল খুলনার অভিজাত রেষ্টুরেন্ট কাইফিংএ খুলনা শপিং কমপ্লেক্সের দোকান মালিক ও ব্যবসায়ী গন একটি সাধারণ সভার আয়োজন করেন। উক্ত সভায় খুলনা শপিং কমপ্লেক্সের দীর্ঘদিনের বিদ্যুৎ বিল সংক্রান্তে আওয়ামী যুবলীগের নেতা ও খুলনা চেম্বারের প্রেসিডেন্ট এবং খুলনা মহানগর আওয়ামী সহ-সভাপতি কাজী আমিনুল হক সিন্ডিকেটের খুলনা চেম্বারের পরিচালক আবুল হাসান এর চাদাবাজি বন্ধ করার জন্য মার্কেটের দোকান মালিকগন একমত পোষণ করেন। এবং খুলনার এই ঐতিহ্যবাহী আধুনিক শপিং কমপ্লেক্সটিকে ধংসের হাত থেকে বাচানোর জন্য একটি এডহক কমিটি করার জন্য সকলে একমত হন। সভায় সভাপতিত্ব করেন মোঃ হাবিবুল্লা (মিন্টু) সাবেক খুলনা শপিং কমপ্লেক্স এর সভাপতি। প্রধান অতিথি মোঃ ফিরোজ কবীর (বাবলা) এবং প্রধান বক্তা মোঃ রফিকুল ইসলাম(বাবু) আরো বক্তব্য করেন সেখ শোয়েব আলী, মোঃ কামরুল ইসলাম, মাহমুদ আলী সহ অনেকে খুলনা শপিং কমপ্লেক্স বিদ্যুৎ সাবস্টেশন সম্বলিত একটি মার্কেট যাহা পিডিবির মেইন মিটারের মাধ্যমে প্রত্যেক দোকন প্রতিষ্ঠানের আলাদা আলাদা সাব মিটার দিয়ে বিদ্যুৎ খরচের হিসাব নির্ধারণ করা হয়। যা এই হাসান আনাম গংদের দুর্নীতি করে টাকা কামাই এর বড় প্রজেক্ট। এই বিদ্যুৎ খাত যদি ওডিট করা হয় সেখান থেকে লক্ষ লক্ষ টাকার দুর্নীতি বেরিয়ে আসবে। দুর্নীতির আরেক বড় খাত খুলনা শপিং কমপ্লেক্স বিভিন্ন কোম্পানির ব্র্যান্ডিং সেই লক্ষ লক্ষ লক্ষ কাদের কাছে সাধারণ ব্যবসায়ীদের প্রশ্ন। খুলনা শপিং কমপ্লেক্সের ইনকামের বড় খাত গ্যারেজ/এখান থেকে কোটি টাকা ইনকাম কাদের পকেটে তাদের সঠিক হিসাব কে দেবে সাধারণ ব্যবসায়ী-দোকান মালিকদের প্রশ্ন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button