স্থানীয় সংবাদ
চোরাই রিক্সা উদ্ধারপূর্বক মালিককে ফিরিয়ে দিলো কেএমপি ট্রাফিক বিভাগ
স্টাফ রিপোর্টার ঃ নগরীতে রিক্সা নিয়ে পালানোর চেষ্টাকালে সেটি উদ্ধারপূর্বক মালিককে ফিরিয়ে দিলো কেএমপি ট্রাফিক বিভাগ। ৭অক্টোবর দুপুরে শিববাড়ী মোড়ে একজন রিক্সারোহী জনৈকা ভদ্রমহিলার হঠাৎ চিৎকারে এগিয়ে যান ট্রাফিক ডিউটরত টিএসআই আব্দুল্লাহ আল-মামুন সঙ্গীয় কনস্টেবল ইমদাদ ও জাহাঙ্গীর। তারা চলমান রিক্সার গতিরোধ করে জানতে পারে যে, প্রকৃত রিক্সা চালক কাজের জন্য রিক্সা রেখে সাইডে গেলে সুযোগ বুঝে চোর রিক্সাটি চুরি করে পালিয়ে যাচ্ছে। তখন ট্রাফিক পুলিশ সদস্যরা চোর চালককে আটক করে রিক্সাটি হেফাজতে নেয়। জিজ্ঞাসাবাদে সে জানায় তার নাম আলামিন। সে জোড়াগেট এলাকার সোনালী শেখের ছেলে। অতঃপর খুলনা সদর থানা পুলিশ প্রকৃত মালিক ডুমুরিয়া উপজেলার মোবারকের ছেলে তরিকুল ইসলামের কাছে রিক্সাটি হস্তান্তর করে।