স্থানীয় সংবাদ

সদর থানা বিএনপির সভায় এড মনা

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মহানগর আহবায়ক শফিকুল আলম মনা বলেছেন, সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর করতে ম-পে ম-পে বিএনপির নেতা-কর্মীরা দায়িত্ব পালন করবে। মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবর্তক। বিএনপি জনমানুষের কল্যাণে কাজ করে। স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর থেকে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে সারাদেশে বিএনপির নেতা-কর্মীরা হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়ি-ঘর পাহারা দিয়েছে। যার ফলে পতিত স্বৈরাচার সুযোগ নিতে পারেনি। কিন্তু তারা সম্মুখে না থাকলেও গোপনে ওঁৎ পেতে রয়েছে। তাদের সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে বিএনপি প্রস্তুত। সোমবার (৭অক্টোবর) সন্ধ্যায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খুলনা সদর থানা বিএনপির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথির বক্তব্যে মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন বলেন, দুর্গাপূজা দেশের মানুষের কাছে সম্প্রীতির নজির হয়ে থাকবে। পতিত স্বৈরাচারের দোসররা যতই ষড়যন্ত্র করুক, তা দেশের জনগণ রুখে দিবে। বিএনপি নেতা-কর্মীরা দিন-রাত পুজারীদের পাশে থাকবে। সদর থানা বিএনপির আহবায়ক কে এম হুমায়ুন কবীর (ভিপি হুমায়ুন) এর সভাপতিত্বে ও সদস্য সচিব মোল্লা ফরিদ আহমেদ এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, আফসার মাষ্টার, শহীদ খান, শফিকুল ইসলাম জোয়ার্দ্দার জলি, মশিউর রহমান নান্নু, ইফতেখার বাবু, সালাউদ্দিন মোল্লা বুলবুল, মাহবুব উল্লাহ শামীম, আরশাদ আলী, মুনরুজ্জামান মনি, মেশকাত আলী, নুর ইসলাম, জাহাঙ্গির হোসেন, মঞ্জুরুল আলম, শওগাতুল আলম সগীর, আমিন আহমেদ, জহিরুল ইসলাম খান জুয়েল, দীপু প্রধান, হুমায়ুন কবীর চৌধুরী, জি এম মঈন উদ্দিন, মাষ্টার রফিকুল ইসলাম, লাবনী আক্তার, রিয়া আক্তার, এস এম মুরাদ হোসেন, মফিজুল ইসলাম, বাবুল রানা, এস ময়জ উদ্দিন চুন্নু, আসাদুজ্জামান লিটন, বায়েজিদ হোসেন, একে এম সেলিম, এস এম আসলাম, এস এম শরিফুল আলম, তৌহিদুল ইসলাম বাবু, জাহাঙ্গির আলম প্রমূখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button