১৭ বছর পর সোনাডাঙ্গা বাসস্ট্যান্ডে শ্রমিকদলের সমাবেশ

মটর শ্রমিক ইউনিয়ন নিয়ে ভ্রান্ত ধারণা দুর হলো
স্টাফ রিপোর্টারঃ ফ্যাসিবাদের দোসর ও অত্যাচারী দের যায়গা খুলনা বাস টার্মিনালে হবে না, ছাত্র-শ্রমিক-জনতার আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া দল আর কোন দিন মেরুদন্ড সোঝা করে দাড়াতে পারবে না। খুলনা বাস টার্মিনালে মহানগর শ্রমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেছেন খুলনা মহানগর বিএনপির আহবায়ক এ্যাড. শফিকুল আলম মনা। প্রধান বক্তা ছিলেন খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, বিশেষ বক্তা ছিলেন খুলনা নহানগর শ্রমিক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফি । সমাবেশে সভাপতিত্ব করেন খুলনা মহানগর শ্রমিক দলের আহবায়ক মো: মিজবর রহমান । সমাবেশে শ্রমিকদের ব্যাপক সমাগম হয়। উৎসব মুখর পরিবেশে শ্রমিক সমাবেশ শেষ হয়। শ্রোতাদের কানায় কানায় বাসস্ট্যান্ড ভরা ছিল। সাধারণ শ্রমিক রাহুল চিশতি ও ১৮ নং ওয়ার্ড যুবদলের আহবায়ক রাজু বলেন, দীর্ঘ ১৭ বছর পর এই প্রথম সোনাডাঙ্গা বাসস্ট্যান্ডে শ্রমিকদল সমাবেশ করতে পেরেছে। এত দিন দখলদার আ’লীগ ও শ্রমিকলীগ গণতন্ত্রকে কবর দিয়েছে। তাদের কারণে স্ট্যান্ডে শ্রমিকদের অধিকার নিয়ে কোন কথা বলতে দেয়া হয়নি। এ সমাবেশ করার মধ্য দিয়ে বাসস্ট্যান্ডে সাধারণ শ্রমিকদের মাঝে বিএনপি নিয়ে ভ্রান্ত ধারণা দূর করার চেষ্টা করা হলো। বিএনপি কোন দখলদারিতে বিশ্বাসী নয়, ট্রেড ইউনিয়ন নিয়ে যে ভূলের মধ্যে ছিল শ্রমিকরা তা সমাবেশের মধ্য দিয়ে পরিস্কার করা হলো বলে তারা জানান। সমাবেশের সভাপতি ও শ্রমিক দল খুলনা মহানগর শাখার আহবায়ক মো: মজিবর রহমান যে কোন পরিস্থিতিতে শ্রমিক দেরকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয় বলেন, বুকের মধ্যে আওয়ামীলীগ ও নৌকা মার্কার আদর্শ লালন করে মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে প্রার্থী হওয়া যাবেনা। শ্রমিক ইউনিয়নের পরবর্তী নির্বাচন হবে বিনা পয়সার নির্বাচন। বিরানির প্যাকেট বিহীন নির্বাচন। মটর শ্রমিক ইউনিয়নে নতুন কোন ফ্যাসিবাদ সৃস্টি করা যাবেনা। সমাবেশের সঞ্চালক ও মহানগর শ্রমিক দলের সদস্য সচিব শফিকুল ইসলা শফি যেকোন পরিস্থিতিতে শ্রমজীবী মানুষের পাশে অতন্দ্র প্রহরী হিসেবে পাশে থাকার প্রতিজ্ঞা ব্যক্ত করেন। অন্যান্যের বক্তব্য রাখেন, সোনাডাঙা থানা বিএনপির সদস্য সচিব সাজ্জাদ আহসান পরাগ, শেখ সিদ্দিকুর রহমান, কাজী শহীদুল ইসলাম ও রাহুল চিশতী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক যথাক্রমে চৌধুরী শফিকুল ইসলাম হোসেন মাহাবুব হাসান পিয়ারু, একরামুল হক হেলাল, সোনাডাংগা থানার আহবায়ক হাফিজুর রহমান মনি, আলী আক্কাস, শ্রমিক নেতা আবু বক্কার সিদ্দিক, সৈয়দ আনোয়ার হোসেন, আযম সরোয়ার, জি এম মাহাবুবুর রহমান, সরদার আরব আলী, ওয়াদুদ খান, শাহেব আলী, মিজানুর রহমান, ইসলাম খলিফা, ইব্রাহিম খলিলুল্লাহ, মোস্তাফিজুর রহমান তুহিন, রিপন, মন্ট, দুলু, আনিচ, মিকাইল শেখ, জহিরুল ইসলাম, দুলাল, মাসুদ প্রমুখ নেতৃবৃন্দ। এছাড়াও সোনাডাঙা থানার সকল ওয়ার্ড বিএনপি ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।