ডুমুরিয়ায় বিএনপি নেতা গাজী তফসীরের মতবিনিময়

স্টাফ রিপোর্টার : খুলনা জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও ডুমুরিয়া উপজেলার ২নং রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব গাজী তফসীর আহমেদ আসন্ন দূর্গা পুঁজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেছেন। মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেল ৫ টায় ডুমুরিয়া উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড রুপরামপুর বেলতলা ওয়ার্ড বিএনপি’র কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। বিএনপি নেতা অঘোর মন্ডল সভায় সভাপতিত্ব করেন। বিএনপি নেতা গণেশ মন্ডলের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ যথাক্রমে, খগেন্দ্রনাথ মন্ডল, সুভাষ বিশ্বাস, নিমাই মন্ডল, বৃহস্পতি মন্ডল, সমরেশ বিশ্বাস, প্রদীপ রায়, নারায়ণ বিশ্বাস, রাম প্রষাদ মন্ডল, হরেকৃষ্ণ, নিতাই মন্ডল, রানা মন্ডল, উত্তম বিশ্বাস, অনিমেষ মন্ডল, হরিতান মন্ডল, কাজল বিশ্বাস, সুভাংকেশ মন্ডল প্রমুখ।
পরে বাদ মাগরিব ২নং রঘুনাথপুর ইউনিয়নের কৃষ্ণ নগর নিমতলায় হরি মন্দির চত্ত্বরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতা গাজী তফসীর আহমেদ মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন- ২নং রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোজিৎ বালা, সংরক্ষিত নারী ইউপি সদস্য আরতী মহাজন, বিএনপি নেতা যথাক্রমে তারক মন্ডল, অসিম মন্ডল, সুবানতেষ মন্ডল, জয়দেব মন্ডল, সচিন মহাজন, শুভ্রদেব মহাজন, প্রফুল্ল মন্ডল, সুজিত মন্ডল, মনি মহন বালা ও গোপাল চন্দ্র প্রমুখ।
মতবিনিময় সভায় বিএনপি নেতা গাজী তফসীর আহমেদ সনাতন ধর্মাবলম্বীদের শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আসন্ন দূর্গা পুঁজা উদযাপনের আহবান জানান। একই সঙ্গে যে কোন প্রয়োজনে তিনি তাদের পাশে থাকার আশ্বাস দেন।