স্থানীয় সংবাদ

খুলনার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের ক্ষতিগ্রস্থ প্রেসক্লাব পরিদর্শন

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনার নবাগত জেলা প্রশাসক ও খুলনা প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ সাইফুল ইসলাম ক্ষতিগ্রস্থ প্রেসক্লাব পরিদর্শন করেছেন। গতকাল (মঙ্গলবার) বিকেলে তিনি খুলনা প্রেসক্লাবে আসলে তাকে স্বাগত জানান ক্লাবের আহবায়ক এনামুল হক ও সদস্য সচিব রফিউল ইসলাম টুটলসহ অন্যান্য সদস্যবৃন্দ। পরিদর্শন শেষে জেলা প্রশাসক বলেন, খুলনা প্রেসক্লাব একটি ঐতিহ্যবাহী সংগঠন। এই সংগঠনের মর্যাদা ধরে রাখতে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। তিনি এ সময় বলেন খুলনা প্রেসক্লাবের ক্ষতি কাটিয়ে উঠতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। এছাড়াও একটি বহুতল ভবন নির্মাণের জন্যও জেলা প্রশাসনের সহযোগিতা করার কথা উল্লেখ করেন তিনি। প্রেসক্লাব পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মুনতাসির হাসান খান, নির্বাহী সদস্য মিজানুর রহমান মিলটন, কৌশিক দে ও আহমদ মুসা রঞ্জু, ক্লাবের সিনিয়র সদস্য ও দৈনিক প্রবাহ সম্পাদক আশরাফ-উল-হক, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আবু হাসান ও এস এম জাহিদ হোসেন, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মোঃ আনিসুজ্জামান, ক্লাব সদস্য এইচ এম আলাউদ্দিন, আবুল হাসান হিমালয়, মোঃ জাহিদুল ইসলাম, সামছুজ্জামান শাহীন, শেখ কামরুল আহসান, এস এম আমিনুল ইসলাম, আব্দুর রাজ্জাক রানা ও সাংবাদিক মোঃ নুরুজ্জামান প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button