পরীক্ষায় অতিরিক্ত ফি ধার্য করায় মোরেলগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীদের বিক্ষোভ
# শিক্ষকদের বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলন #
# প্রধান শিক্ষকের বিচারের দাবীতে বাগেরহাট সদরে শিক্ষার্থীদের মানববন্ধন #
বাগেরহাট প্রতিনিধি ঃ রাষ্ট্র ক্ষমতায় অন্তবর্ত্তিকালীন সরকার আসার পর থেকে বাগেরহাটে স্থানীয় নানা ইস্যু তৈরী করে ক্লাশ বর্জন করে শিক্ষকদের বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলন রেওয়াজে পরিনত হয়েছে। বাগেরহাট জেলা সদরের গোটাপাড়া ইউনিয়নের নাটই খালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সোয়েবুল ইসলাম সাহেবের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ এনে মঙ্গলবার সকালে বিদ্যালয় সম্মুখে মানব বন্ধন করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা। এর আগের দিন সোমবার দুপুরে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার একটি ফাজিল(বিএ) মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষায় অতিরিক্ত ফি ধার্য করার অভিযোগে মাদরাসার শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছে। বিক্ষোভকারীরা এদিন গুলিশাখালী ফাজিল মাদ্রাসার চত্বর ও মোড়েলগঞ্জ -মোংলা সড়কে গাছ ফেলে রাস্তা বন্দ করে দিয়ে বিক্ষোভ মিছিল করেছে। আন্দোলন কারীদের অভিযোগ মাদ্রাসার শিক্ষার্থীদের কাছে টেস্ট পরীক্ষার ফিসহ এককালীন ৩ হাজার টাকা দাবি, শ্রেণিকক্ষে মেয়েদের গায়ে হাত দিয়ে মারধর, মেয়েদের ওয়াসরুম না থাকা, অনিয়মের বিষয়ে কোন ছাত্র প্রতিবাদ করলে তাকে টিসি দেওয়ার হুমকি, অনিয়মের প্রতিবাদ করায় চতুর্থ শ্রেণির কর্মচারি কর্তৃক শিক্ষার্থীদের মারপিট করানোর প্রতিবাদে শিক্ষার্থীরা এ বিক্ষোভ করেন। পরে মোড়েলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, সেনাবাহিনীর একটি দল ও থানা পুলিশের প্রতিনিধিরা বিষয়টি সমাধানের জন্য বেলা ২ টার দিকে মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী ও অন্যান্য শিক্ষকদের নিয়ে আলোচনায় বসেন। এটি সমাধানের চেষ্টা চলছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বদরুদ্দৌজা। উল্লেখ্য, বাগেরহাট জেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা সমস্যার ইস্যুতে শিক্ষার্থীরা শিক্ষকদের বিরুদ্ধে আন্দোলন করলেও এখানের শিক্ষা বিভাগ বা শিক্ষা কর্মকর্তারা কার্যত কোন পদক্ষেপই নিতে পালছেন না বলে অভিযোগ উঠেছে।