স্থানীয় সংবাদ

আশাশুনিতে দুটি পানি বিশুদ্ধকরণ প্লান্ট উদ্বোধন

আশাশুনি প্রতিনিধি ঃ আশাশুনিতে দুটি পানি বিশুদ্ধকরণ প্লান্ট উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় সদর ইউনিয়নের জেলেখালী দয়ারঘাট গ্রামে একটি প্লান্টের উদ্বোধন করা হয়। বিল্ডিং রেজিলিয়েন্স থ্রো ক্লাইমেট চেঞ্জ এড্যাপটেশন এন্ড প্রোমোটিং সাসটেইনেবল লাইভলিহুডস্ প্রকল্পের আওতায় সাইন অব হোপ ও বি এম জেড এর সহযোগীতায় এবং বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশনের বাস্তবায়নে প্লান্ট স্থাপন উদ্বোধন করা হয়। প্রকল্পের কৃষিবিদ ইমরুল হাসানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশনের পরিচালক স্টিভ কস্তা। আলোচনা সভা শেষে জেলেখালি দয়ারঘাটে সর্বসাধারণের জন্য স্থাপিত পানি বিশুদ্ধকরণ প্লান্ট উদ্বোধন করেন দক্ষিণ বঙ্গের ডিএস ও বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশনের বোর্ড সেক্রেটারি রেভারেন্ড অঞ্জন মোশী বোস। এছাড়া কুল্যা ইউনিয়নের বাইনবসত প্লান্ট উদ্বোধন করা হয়। এসময় প্রকল্প সমন্বয়কারী ফ্রান্সিস মিঠুন সরকার, ট্রেনিং অফিসার মাইকেল বিশ্বাস, হিসাবরক্ষক উত্তম কুমার সানা, ইউপি সদস্য তারক চন্দ্র মন্ডল ও ন্যাজ্যারীণ মিশনের বিভিন্ন চার্চের পালকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রতিটি প্লান্ট নির্মান কাজে ব্যয় হয়েছে প্রায় ৭ লক্ষ টাকা করে। প্লান্ট থেকে প্রতি ঘন্টায় ৫০০ লিটার করে বিশুদ্ধ পানি সাপ্লাই করা যাবে। প্রতি ৩০ লিটার ড্রামেরর পানির মূল্য নেয়া হবে ৮/১০ টাকা করে। প্রত্যেক প্লান্ট থেকে প্রতিদিন ২/৩ শত পরিবারকে পানি সরবরাহ করা সম্ভব হবে বলে জানাগেছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button