স্থানীয় সংবাদ

দেশের মানুষের কল্যাণে জামায়াত কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ -মাওলানা এমরান হুসাইন

# খুলনায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ #

স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন বলেন, সমাজের অসহায়, অবহেলিত প্রত্যেক মানুষের জন্য রাষ্ট্রের একটা দায়বদ্ধতা রয়েছে। এসব মানুষ একটু ভালো থাকার চিন্তায় রাষ্ট্র ও সমাজের বিত্তশালীদের দিকে চেয়ে থাকে। যে সকল পরিবারের প্রতিবন্ধী ও শারীরিকভাবে অক্ষম সদস্য রয়েছে সেই সকল পরিবারে রাষ্ট্রীয় বরাদ্দ দেয়ার জন্য আমি সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। একইসাথে সমাজের বিত্তবানদেরকে সহযোগিতার হাত নিয়ে তাদের পাশে থাকার আহ্বান জানাচ্ছি। এই সামাজিক দায়বদ্ধতা থেকেই আজ আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ফুলতলার প্রতিবন্ধীদের পাশে দাঁড়িয়েছি। বাংলাদেশ জামায়াতে ইসলামী মানবতার কল্যাণে ছুটে চলা প্রত্যয়দীপ্ত একটি কাফেলা। আমরা মানুষের কল্যাণের জন্য ন্যায় ও ইনসাফভিত্তিক একটি সুখী সমাজ ও রাষ্ট্র বিনির্মাণের স্বপ্ন দেখি। আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এসব কর্মসূচি পালন করি। পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা হিসেবে মানুষের সকল সমস্যার সমাধান দিতে পারে শুধুমাত্র ইসলাম। ফলে ইসলামের সুমহান আদর্শের ভিত্তিতে জনগণের প্রকৃত মুক্তির জন্য এদেশে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। দ্বীন বিজয়ের এই কাফেলা যেন আরো মানবতার সেবায় অগ্রগামী হতে পারে তার জন্য আমরা দোয়া চাই। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে জামায়াত দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছে। খুলনাসহ পুরো বাংলাদেশের জনগণের পাশে আমরা ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। দেশের মানুষের কল্যাণে জামায়াত কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
বুধবার (৯অক্টোবর) সকাল ১০টায় উপজেলার চাষী কল্যাণ ট্রাস্ট ময়দানে ফুলতলা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। ফুলতলা উপজেলা আমীর অধ্যাপক আব্দুল আলিম মোল্যার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ গাউসুল আজম হাদী, শেখ সিরাজুল ইসলাম, হাফেজ মুহা. আমিনুল ইসলাম, সৈয়দ হাসান মাহমুদ টিটো, মুহা. আশরাফুল আলম, অধ্যাপক গোলাম মোস্তফা, আল মুজাহিদ, সাইফুল ইসলাম,আবুল হোসেন মোড়ল প্রমুখ। অনুষ্ঠানে শতাধিক প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয় ।
মাওলানা এমরান হুসাইন আরও বলেন, আল্লাহ আমাদেরকে সৃষ্টির সেরা জীব মানুষ হিসেবে তৈরি করেছেন। সেই রাব্বুল আলামিনের জন্য আমাদেরকে মস্তক অবনত করে সিজদাহতে পড়ে থাকা উচিৎ। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে, এতো নেয়ামত পাওয়ার পরও আমরা অনেকেই আল্লাহর পরিপূর্ণ গোলাম হিসেবে জীবনযাপন করতে চাই না। আমরা সমাজ ও রাষ্ট্রে ইসলামী অনুশাসন মানতে চাই না। আল্লাহর সন্তুষ্টি অর্জনের পরিবর্তে ব্যক্তিগত পছন্দ মতো আমরা জীবনযাপন করতে চাই। আজকে আমাদের সামনে কতগুলো প্রতিবন্ধী ভাই-বোন আছেন তাদের মতো যদি আপনার আমার অবস্থা হতো তাহলে আমরা কতই না কষ্টে দিনাতিপাত করতাম। এজন্য একজন সুস্থ সবল মানুষ হিসেবে আমাদেরকে আল্লাহর প্রত্যেকটি নেয়ামতকে অনুধাবন করে তাঁর শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহর দেয়া বিধানকে সমাজ ও রাষ্ট্রে প্রতিষ্ঠা করার প্রচেষ্টা চালাতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button