নিরালায় সাবেক শ্বাশুড়ীর বিরুদ্ধে প্রবাসী জামাতার জিডি

যুবলীগ নেতার সহায়তায় বাড়ি দখলের অভিযোগ
স্টাফ রিপোর্টারঃ খুলনায় যুবলীগ নেতা কর্তৃক প্রবাসীর বাড়ি দখল করে রাখার অভিযোগ করা হয়েছে। বাড়ি উঠতে না পেরে প্রবাসী দেশে ফিরে এসে দ্বারে দ্বারে ঘুরছে। এ ঘটনায় তিনি খুলনা সদর থানায় জিডি করা হয়েছে। ওই যুবলীগ নেতার সহায়তার বাদী সাবেক শ্বাশুড়ী বাড়িটি দখল করে রেখেছে। জিডিতে উল্লেখ করা হয়, শেখ মহিতুর রহমান লন্ডন প্রবাসী। তিনি নগরীর ১১নং নিরালা আবাসিক এলাকায় ১৬৫ নং প্লটের মালিক। কেউ না থাকার সুযোগে কেয়ার টেকার হিসেবে তার স্ত্রীর মা ( শ্বাশুড়ী) ওই বাসায় থাকেন। ইতোমধ্যে তার স্ত্রীর সাথে তার বিচ্ছেদ ঘটে। কিন্তু তার শ্বাশুড়িকে তার বাসা ছেড়ে দিতে বললে তিনি ছাড়তে নারাজ। উল্টো তিনি তার বাসার নাম পরিবর্তন করেন। বাসার পুরানো ভাড়াটিয়া নামিয়ে দিয়ে নতুন ভাড়াটিয়া তোলেন। বাসাভাড়ার টাকা নিজে ভোগ করছেন। তাকে (শ্বাশুড়ী) বাসা ছেড়ে দিতে বললে উল্টো হুমকি ধামকি দিচ্ছে। ২৬নং ওয়ার্ড এক যুবলীগ নেতা ইয়াসিন আরাফাত সানির সহায়তায় তিনি এসব অপকর্ম করেছেন। তারই ধারাবাহিকতায় গত ৪ অক্টোবর’২৪ সকাল সাড়ে ১০টার দিকে বিবাদীকে ফোন করে বাসা ছেড়ে দেয়ার কথা বললে তিনি বাসা না ছাড়ার কথা বলেন। একই সাথে বাদীকে নানা ধরনের হুমকি দেন। এমন কি বাদীকে বড় ধরণের ক্ষতি করারও হুমকি দেন। এতে করে বাদী নিরাপত্তাহীনতায় ভূগছেন। জীবনের নিরাপত্তা চেয়ে প্রবানী মহিতুর সদর থানায় জিডি করেছেন।