রামপালে পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ৫ সন্ত্রাসী আটক
বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লা বাজারের গরুর হাট এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ৫ সন্ত্রাসীকে আটক ও তাদের কাছ থেকে ৬ রাউন্ড বন্দুকের গুলিসহ ২ টি পাইপগান উদ্ধার করেছে। আটক ৫ সন্ত্রাসী হলো খুলনা মহানগরের দৌলতপুরের মহেশ^রপাশা এলাকার মতলেব শেখের ছেলে হুমায়ুন কবির ওরফে হুমা (৩৬), একই এলাকার রমজান ঢালীর ছেলে ইসতিয়াক শাহরিয়ার (২৩) কাজী নুরুল ইসলামের ছেলে কাজী রায়হান (২১), মো. ওবায়দুর রহমানের ছেলে মো. আসিফ মোল্লা (২০) এবং আলমগীর হোসেনের ছেলে মো. ইমন হাওলাদার (২১)। রামপাল থানা পুলিশ জানায়, বুধবার সন্ধ্যার দিকে স্থানীয় ফয়লাহাট পুলিশ ফাড়ির ইনচার্জ ডিউটি করাকালিন গরুর হাট এলাকায় সন্দেহজনক ঘোরাফেরা করা কালে ২টি মটরসাইকেলসহ ওই ৫ জন কে আটক করে পুলিশ ফাড়িতে নিয়ে যায়। পরে তাদের স্বীকারোক্তি নিয়ে রামপালের ভাগা গ্রামের জনৈক সাইফুল ইসলামের বাড়ী থেকে ২ টি পাইপগান ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ফয়লাহাট পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই আনসার আলী জানান, সঙ্গীয় ফোর্স নিয়ে ডিউটি করাকালিন সন্দেহজনকভাবে ৫ জন কে আটক করা হয় এবং জিজ্ঞাসাবাদে তারা জানায়, ভাগা গ্রামের সাইফুল ইসলামের বাড়ীতে ভাড়া থেকে বিভিন্ন অপরাধ কর্মকান্ড করে আসছে। এক পর্যায়ে ওই বাড়ী তল্লাসী করে সন্ত্রাসীদের ব্যবহ্নত ২ টি পাইপগান ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় তাদের নিকট থেকে ৫ টি স্মার্ট মোবাইল ফোন ব্যবহ্নত ২টি মটরসাইকেল জব্দ করা হয়। আটককৃতরা খুলনার একটি হত্যা মামলার আসামী বলে পুলিশ জানায়। অপরদিকে, জেলার চিতলমারী উপজেলার সেনাবাহিনী ক্যাম্প কর্তৃক বুধবার দিনগত রাতে এক অভিযানে স্থানীয় শান্তিখালী ব্রীজ এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ৪ জন কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো চিতলমারী উপজেলা পল্লীবিদ্যুৎ অফিসের কর্মচারী মোঃ ফিরোজ আলী (৩২) উপজেলার বোয়ালিয়া গ্রামের মোঃ খালিদ শেখ ( ১৮), কাজী পাড়া গ্রামের মোঃ শাওন সিকদার (২৭), নালুয়া এলাকার মোঃ শামীম মোল্লা (২০)। এদের নিকট থেকে ১টি চাইনিজ কুড়াল, ১টি চাপাতি, ৫টি বড় চাকু, ৫টি ছোট চাকু এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। চিতলমারী থানার ওসি স্বপন রায় জানান, সেনাবাহিনী কর্তৃক রাতে ৪ জন কে আটক করে থানা নিয়ে আসা হয়। পরে মেজর আরমানের নির্দেশনায় মুচলেকা রেখে তাদের ছেড়ে দেয়া হয় এবং উদ্ধার করা দেশীয় অস্ত্র থানায় জব্দ রাখা হয়।