স্থানীয় সংবাদ

মাহমুদুর রহমানকে ফুল দিয়ে বরণ করেন খুলনার এমইউজে নেতৃবৃন্দ

স্টাফ রিপোর্টার ঃ খুলনা থেকে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন এবং আমার দেশ পরিবারের একটি প্রতিনিধি দল গতকাল বৃহস্পতিবার ( ১০ অক্টোবর) সকাল ৯টার দিকে যশোর বিমানবন্দরে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সহকারী মহাসচিব ও এমইউজের সহ সভাপতি এহতেশামুল হক শাওন, বিএফইউজের সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এইচ এম আলাউদ্দীন, এমইউজের ট্রেজারার আব্দুর রাজ্জাক রানা, মাশরুর মুর্শেদ, আরিফ আহমেদ, নাজমুল হক পাপ্পু ও কামরুল হোসেন মনি উপস্থিত ছিলেন।
বিমানবন্দর থেকে খুলনার সাংবাদিক নেতারা আমার দেশ সম্পাদকের গাড়ি বহরের সাথে যশোর সার্কিট হাউসে যান। সেখানে সংক্ষিপ্ত মতবিনিময় কালে মাহমুদুর রহমানকে খুলনা সফরের আমন্ত্রণ জানানো হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button