স্থানীয় সংবাদ

সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী স্মরণে এমইউজে খুলনার নাগরিক শোক সভা আজ

# প্রধান অতিথি কাদের গনি চৌধুরী #

স্টাফ রিপোর্টার ঃ কিংবদন্তি সাংবাদিক নেতা ও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের আপোষহীন যোদ্ধা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র সভাপতি বীরমুক্তিযোদ্ধা রুহুল আমিন গাজী স্মরণে আজ শনিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে এক নাগরিক শোক সভা অনুষ্ঠিত হবে। মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার উদ্যোগে এ শোক সভায় প্রধান অতিথি থাকবেন বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী। এতে প্রধান বক্তা থাকবেন বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন এবং বিশেষ অতিথি থাকবেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে’র সভাপতি মো. শহিদুল ইসলাম। এছাড়া নাগরিক শোকসভায় খুলনার বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ, পেশাজীবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ এবং সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। সভায় সভাপতিত্ব করবেন এমইউজে খুলনার সভাপতি মো. আনিসুজ্জামান। নাগরিক শোক সভায় যথাসময়ে সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন এমইউজে খুলনার সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবুল হাসান হিমালয়।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button