স্থানীয় সংবাদ

সিএসডি খাদ্যগুদামের সভাপতি মিজানুর রহমান ফিরোজের সংবাদ সম্মেলন

স্টাফ রির্পোটার ঃ মানিকতলা খাদ্যগুদাম ওয়ার্কাস ইউনিয়নের সভাপতি মোঃ মিজানুর রহমান ফিরোজ গতকাল ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপিতে ফিরে শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে কাজ করতে দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দের প্রতি আহবান জানান। সংবাদ সম্মেলনে মোঃ মিজানুর রহমান ফিরোজ বলেন, আমি মহেশ্বরপাশা খাদ্যগুদাম ওয়ার্কার্স ইউনিয়ন(কেএল এন-৭৭) সভাপতি । ২০১৭ সালের ৩০ ডিসেম্বর আমি সেনাবাহিনী হতে অবসরগ্রহণ করে ২০১৯ সালের মহেশ্বরপাশা খাদ্যগুদাম ওয়ার্কার্স ইউনিয়নের নির্বাচনে আমি বিপুল ভোটে সভাপতি নির্বাচিত হই। আমি সিএসডি ওয়াকার্স ইউনিয়নের নির্বাচিত সভাপতি হওয়ায় এই প্রতিষ্ঠানের শ্রমিকরা যাতে হয়রানীরি স্বীকার না হয় এজন্য আমি নানা প্রতিকুলতার মধ্যেও শ্রমিকদের অধিকার আদায়ের পক্ষে কথা বলেছি। আওয়ামীলীগ আমাকে তাদের নিজের স্বার্থে কৌশলে সদস্য করলেও তারা এবং তাদের দলের নেতৃবৃন্দ আমাকে কখনও মেনে নিতে পারেনি যার কারণে বিভিন্ন সময়ে আমাকে নাজেহাল হতে হয়েছে। গত সিএসডি নির্বাচনে আওয়ামীলীগ নেতা ও ১ নং ওয়ার্ডের কমিশনার স্থানীয় নেতাদের সহযোগীতায় দলের প্রভাব খাটিয়ে জোরপূর্বক আমাকে নির্বাচনে পরাজিত করে। আওয়ামীলীগ থেকে কখনও কোন প্রকার সুযোগ সুবিধা আমি ভোগ করি নাই। আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামীলীগের সকল পদপদবীসহ দলের সাথে সকল সম্পর্ক ছিন্ন করলাম। এখন থেকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপির একজন কর্মী হিসাবে থাকতে চাই। সংবাদ সম্মেলনে ফিরোজ বলেন, আমার পরিবারের সকলেই বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি’র রাজনীতির সাথে জড়িত। আমিও দলের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন সৈনিক। শহীদ জিয়ার আদর্শ আমি মনে প্রাণে আমি সহ আমার পরিবার লালন করে। শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে আমি একজন কর্মী হিসাবে দলে যাতে থাকতে পারি সে ব্যপারে সকল পর্যায়ের নেতৃবৃন্দের প্রতি আহবান জানাচ্ছি। সংবাদ সম্মেলনে মানিকতলা খাদ্যগুদাম ওয়ার্কার্স ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সিএসডি গুদামের শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button