আটরা গিলাতলা ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ
স্টাফ রিপোর্টার ঃ আটরা গিলাতলা ইউনিয়নের গিলতলা দক্ষিন পাড়া সার্বজনিন পুজা মন্দির , আফিলগেট পালপাড়া পুজা মন্দির , ইষ্টানগের্ট বুড়ো মায়ের বটতলা পুজা মন্দির , ডাকাতিয়া পুজা মন্দির সহ বিভিন্ন মন্দির শুক্রবার পরিদর্শন করেছেন বিএনপি নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন ১ নং আটরা গিলাতলা ইউনিয়ন বি এন পির আহ্বায়ক শেখ আব্দুস সালাম , ইউনিয়ন বি এন পির যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শেখ সেলিম আহম্মেদ , যুগ্ন আহ্বায়ক রফিকুল ইসলাম, বিএনপি নেতা মোঃ উজ্জল, ফকির রবিউল ইসলাম,গোলাম সরোয়ার, ইউপি সদস্য শেখ আলামিন,শরীফ ওবায়দুর রহমান চয়ন,এস এম ইলিয়াজ হোসেন,শামিম শেখ, বাবু, ইউপি সদস্য লিটন,তহিদুল ইসলাম,হাদিউজ্জামান,মিন্টু সর্দার,বাচ্চু শেখ, তরিকুল ইসলাম রানা,আজাদ কালাম,রাসেল শেখ,রাজা গাজী,মিরাজুল ইসলাম , কওছার,সাগর, ইস্তিয়াক হোসেন বিপু, মিজান, রিয়াজ, মহিবুল্লাহ , ফেরদৌস হোসেন, অপু প্রমুখ।