নগরীতে বসতঘর পুড়িয়ে দেওয়া মামলা তুলে নিতে প্রাননাশের হুমকি : থানায় জিডি

স্টাফ রিপোর্টারঃ নগরীর খানজাহান আলী থানার ফুলবাড়ীগেটে বসতঘড় পুড়ানো মামলা তুলে নেওয়ার হুমকির অভিযোগে খানজাহান আলী থানায় সাধারন ডায়েরী করেছেন শফিকুল নামে এক যুবক । থানায় দায়েরকৃত সাধারন ডায়েরী সুত্রে জানা যায় শফিকুল এর শাশুড়ী মমতাজ বেগম এর বসত ঘড় পুড়িয়ে দেয়ার ঘটনায় বাদামতলা এলাকার রাসেল হাওলাদার এর বিরুদ্ধে মামলা করেন। উক্ত মামলা তুলে নেওয়ার জন্য গত ৬ অক্টোবর রাত আনুমানিক ১০ টায় রাসেল হাওলাদার ও লুৎফর হাওলাদার ফুলবাড়ীগেট বাসষ্ট্যান্ডে গিয়ে শফিকুল বলে তোর শাশুড়ীকে বলিস মামলা তুলে নিতে এছাড়া তোর শাশুড়ী আমাকে টাকা ধার দেওয়া বাবদ আমার যে চেক ও ষ্ট্যাম্প রয়েছে সেটা যেন ভালো ভালো ফেরত দেই তা না হলে তোর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা সহ প্রানে শেষ করে ফেলবো। ভুক্তভোগি জাহিদুল বলেন নিজের নিরাপত্তার জন্য গত ৭ অক্টোবর থানায় জিডি করেছি যার নং ২৯৯ । এ বিষয়ে জানতে চাইলে খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেন বলেন থানায় সাধারন ডায়েরী হয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।