শারদীয় দুর্গাপূজায় বিজয় দশমীর শুভেচ্ছা

খুলনা জেলা পূজা পরিষদের উদ্যোগে ৯টি উপজেলা ও ২টি পৌরসভায় পূজা পরিক্রমা
খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা জেলা শাখার উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গত ৯, ১০ ও ১১ অক্টোবর খুলনা জেলার ৯টি উপজেলা ও ২টি পৌরসভার বিভিন্ন ম-পে পূজা পরিক্রমা অনুষ্ঠিত হয়। এ সময় নেতৃবৃন্দ ভক্তবৃন্দের সাথে মন্দিরের বিভিন্ন সমস্যা ও পূজা-অর্চনার বিষয়াদি নিয়ে মতবিনিময় করেন। সাথে সাথে বড় ধরনের সমস্যা ছাড়া নিছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে খুলনা জেলার ৭৯৪টি পূজা ম-পে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হওয়ায় জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয়কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এছাড়া নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, শারদীয় দুগাপূজা সাম্য ও ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করেছে। নেতৃবন্দ খুলনা জেলার সনাতন ধর্মাবলম্বীসহ সকলকে শারদীয় দুর্গাপূজার বিজয় দশমীর শুভেচ্ছা জানান। পূজা পরিক্রমায় খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমান সাহার নেতৃত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পূজা পরিষদের সহ-সভাপতি রতন কুমার মিত্র, অধ্যক্ষ অজিত কুমার বিশ্বাস, প্রভাষক গৌর চন্দ্র ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক সাধন কুমার ভদ্র, অনিমেষ সরকার রিণ্টু, কোষাধ্যক্ষ বিভূতি ভূষণ সাহা, সাংগঠনিক সম্পাদক অমিতাভ ঘোষ, দপ্তর সম্পাদক সুমন দাস, প্রচার সম্পাদক পলাশ ম-ল, সাংস্কৃতিক সম্পাদক আশিস কুমার সিনহা উৎপল, সমাজকল্যাণ সম্পাদক অমর কুমার দাস, আইন সম্পাদক পবিত্র কুমার বিশ্বাস, ধর্মীয় প্রতিষ্ঠান বিষয়ক সম্পাদক দীপংকর ম-ল লিটন, পূজা বিষয়ক সম্পাদক প্রশান্ত কুমার ম-ল, উপদেষ্টা জয়দেব আঢ্য, বিজন বিশ্বাস, প্রবীর রায়, দিলীপ কুমার দাস, মাধুরী ম-ল, অনামিকা দাস পপি, অঞ্জনা সাহা, পূর্ণিমা পাল, শিমুল কুমার দাস, ইন্দ্রজিৎ চক্রবর্ত্তী, দেবাশিস কুমর দে, চুকনগর মাতৃমঙ্গলা মন্দির ও কমপ্লেক্সের সভাপতি রমেন রায়, সহ-সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ পাল, সহ-দপ্তর সম্পাদক অতনু কর বাপ্পা, সহ-প্রচার সম্পাদক প্রদীপ কুমার হীরা, সহ-শিক্ষা সম্পাদক বিপুল রায় চৌধুরী, সহ-গণসংযোগ সম্পাদক অলোক শীল, সহ-মহিলা সম্পাদিকা ভাইস চেয়ারম্যান চঞ্চলা ম-ল, সম্মানিত সদস্য এ্যাড. পংকজ কুমার সাহা, অলোক মজুমদার, নিত্যানন্দ সাহা নিতাই, রণজিৎ বোস, সুশান্ত অধিকারী, গোবিন্দ দত্ত, লিটন বিশ্বাস খোকন, তপন চক্রবর্ত্তী, শংকর সাহা, জগদীশ চন্দ্র দে, কৃষ্ণেন্দু দত্ত, সুমন দে, মিঠুন কুমার দে মিঠু, রঞ্জন কুমার সাহা, নিভানন রায়, লিটন বিশ্বাস, মৃত্যুঞ্জয় সরদার, জেলা ছাত্র ঐক্য পরিষদের সভাপতি সুমন বিশ্বাস, রূপসা উপজেলা পূজা পরিষদের সভাপতি-সাধারণ সম্পাদক শক্তি পদ বসু ও কৃষ্ণ গোপাল সেন, তেরখাদা উপজেলা পূজা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অরবিন্দ প্রসাদ সাহা, দিঘলিয়া উপজেলা পূজা পরিষদের সভাপতি সৌমিত্র দত্ত, সহ-সভাপতি মিণ্টু কুমার দত্ত, সাংগঠনিক সম্পাদক মিঠুন দাস, ফুলতলা উপজেলা পূজা পরিষদের সভাপতি গৌর হরি দাস, যুগ্ম সাধারণ সম্পাদক এস রবীন বসু, বটিয়াঘাটা উপজেলা পূজা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি দেবপ্রসাদ সরকার, সহ-সভাপতি প্রতাপ ঘোষ, ডুমুরিয়া উপজেলা পূজা পরিষদের সভাপতি নির্মল চন্দ্র বৈরাগী ও রুদঘরা ইউনিয়ন পূজা পরিষদের সভাপতি দিনেশ ম-ল, পাইকগাছা উপজেলা পূজা পরিষদের সভাপতি সমীরণ সাধু, সহ-সভাপতি প্রাণ কৃষ্ণ দাস, পাইকগাছা পৌরসভা পূজা পরিদের সভাপতি বাবুরাম ম-ল, কয়রা উপজেলা পূজা পরিষদের সভাপতি-সাধারণ সম্পাদক এ্যাড. অম্বিকা চরণ সানা ও দীলিপ কুমার বৈরাগীসহ জেলা ও উপজেলা পর্যায়ের পূজা উদযাপন পরিষদের শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।