মোড়েলগঞ্জে প্রকাশ্য দিবালোকে বুদ্ধিপ্রতিবন্ধি তরুণী ধর্ষিত

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পল্লীতে হিন্দু পরিবারের একজন বুদ্ধি প্রতিবন্ধি তরুনী (২৫)কে প্রকাশ্য দিবালোকে ধর্ষন করা হয়েছে। এ ঘটনায় ভিকটিমের মাতা বাদী হয়ে ধর্ষনকারী জুয়েল খান (২৮) কে আসামী করে শনিবার মোড়েলগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। আসামী পলাতক রয়েছে। মামলার বরাত দিয়ে মোড়েলগঞ্জ থানা পুলিশ জানায়, শুক্রবার বেলা ১১ টার দিকে বাড়ীতে কেহ না থাকার সুযোগে উপজেলার তেলিগাতি ইউনিয়নের দক্ষিন ঢুলিগাতি গ্রামের মিলন খানের ছেলে রাজমিস্ত্রী জুয়েল খান প্রতিবেশী প্রতিবন্ধি ওই তরুনীকে ঘরের মধ্যে ধর্ষন করে। ঘটনাকালে ভিকটিমের মাতা বাড়ীর পাশের মাঠে ছাগল বেধে রেখে বাড়ীতে এসে এ ঘটনা দেখতে পেয়ে ডাক-চিৎকার দেয়। এ সময় প্রতিবেশীরা ছুটে আসলেও লম্পট জুয়েল খান কে আটক করতে পারে নাই সে দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে পরামর্শক্রমে পরের দিন শনিবার ভিকটিমের মাতা বাদী হয়ে মোড়েলগঞ্জ থানায় মামলা করেন। মোড়েলগঞ্জ থানার ওসি মোহাম্মাদ সামসুদ্দীন জানান, প্রতিবন্ধি তরুনীকে ধর্ষনের ঘটনায় তার মাতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী) ২০২০ এর ৯(১) ধারায় থানায় একটি মামলা করেছেন। ভিকটিমের ডাক্তারী পরিক্ষার জন্য তাকে বাগেরহাট জেলা সদর হাসপাতালে প্রেরন করেছি। আর আসামীকে গ্রেফতারের জন্য জোর চেষ্টা চলছে।#