স্থানীয় সংবাদ

খালিশপুরে মাদক বিক্রিতে বাঁধা দেয়াকে কেন্দ্র করে হামলায় আহত ১

স্টাফ রিপোর্টার ঃ নগরীর খালিশপুর ১১৩ নং রোড এলাকায় মাদক বিক্রিতে বাঁধা দেয়ায় চিহ্নিত মাদক ব্যবসায়ী প্রিন্সের নেতৃত্বে সজীব (২১) নামের এক ইজিবাইক চালককে এলোপাথারি কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। ভুক্তভোগী সূত্রে জানা গেছে,১১৩ নং রোডের চিহ্নিত মাদক ব্যবসায়ী প্রিন্স প্রসাশনের কিছু অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে দীর্ঘদিন যাবত মাদক বিক্রি করে আসছিল। এ ব্যপারে বিভিন্ন সময়ে এলাকাবাসীরা আন্দোলন করলেও এখনো মেলেনি নিস্তার। এরই ধারাবাহিকতায় শনিবার রাত ৮ টার দিকে মুজগুন্নী উত্তর পাড়ার কামরুল হাওলাদারের ছেলে সজীব (২১) বাঁধা দিলে প্রিন্স ও আজিজুলের নেতৃত্বে রায়হান, মধু, রুবেল, রুবেল, শাহীন, তুহিন সহ অন্তত ১৫-২০ জনের সংঘবদ্ধ একদল দুর্বৃত্তরা সজীবকে এলোপাথারি কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা আহত সজীবকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এঘটনায় ভুক্তভোগী সজীবের পিতা কামরুল হাওলাদার খালিশপুর থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button