স্থানীয় সংবাদ
আশাশুনিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরার আশাশুনিতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনাটি ঘটে। নিহত শিশুর নাম তীর্থ মন্ডল (৫)। সে আশাশুনি সদর ইউনিয়নের উত্তর বলাবাড়িয়া গ্রামের সমীরন মন্ডলের ছেলে। স্থানীয়রা জানান, তীর্থ মন্ডল বেলা সাড়ে ১১টার বাড়ির পাশে খেলা করছিল। এসময় হঠাৎ অসাবধান বশতঃ সে বাড়ির পাশে একটি ডোবা পুকুরের পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে তার স্বজনরা ওই ডোবা থেকে তাকে উদ্ধার করে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তার মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।