স্থানীয় সংবাদ

বিশ^ মান দিবসে বিএসটিআই’র আলোচনা সভা

স্টাফ রিপোর্টার ঃ বিশ^ মান দিবসে এবারের প্রতিপাদ্য ‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ^ বিনির্মাণে-মান’। বিশ^ মান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা সোমবার (১৪অক্টোবর) দুপুরে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)’র খুলনার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মোঃ মনজুর আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, পণ্য ও সেবার মান প্রনয়ণ, টেকসই উন্নয়ন অর্জনের মাধ্যমে জনগণের সেবা প্রদানে বিএসটিআই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমরা সবাই ভোক্তা, তাই পণ্যের গুণগতমান ও ওজন ঠিক রাখা সকলের দায়িত্ব। ক্রেতা হিসেবে সঠিক ভাবে দায়িত্ব পালন করতে পারলে বাজারে ভেজাল পণ্য কমে যাবে। ব্যবসায়ী ও ভোক্তা সবাই সচেতন হলে মানসম্মত এবং টেকসইপণ্য নিশ্চিত করা সহজ হবে। পণ্য ক্রয়ের ক্ষেত্রে ভোক্তাদের যাচাই-বাছাই করে নিতে হবে। সেবার মান আরো উন্নত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান প্রধান অতিথি। খুলনা বিএসটিআই’র উপ-পরিচালক ও অফিস প্রধান মোঃ আলাউদ্দিন হুসাইনের সভাপতিত্বে এতে ধন্যবাদ জানান সহকারী পরিচালক (মেট্রোলজি) মোহাম্মদ লিয়াকত হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) বিএম নুরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) তাছলিমা আক্তার ও খুলনা ক্যাবের সাধারণ সম্পাদক এম নাজমুল আজম ডেভিড। অনুষ্ঠানে সান শিপিং এর ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার মোঃ নাজমুল হক, স্বদেশ বিডি লিঃ এর সিনিয়র ম্যানেজার মোঃ আরিফুর ইসলাম, মানবাধিকার কর্মী মোঃ আব্দুল হালিম প্রমুখ বক্তৃতা করেন।সঞ্চরনায় ছিলেনি বিএসটিআই’র ফিল্ড অফিসার প্রকৌশলী মাহামুদুর হাসান রানা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button